হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম সম্পর্কে হয়তো আপনারা অনেকেই বিস্তারিত জানেন না। আজকের আর্টিকেলটিতে হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন অধিকাংশ মিটিং এবং কাজের সুবিধার্থে ভিডিও কল প্লাটফর্ম গুলোর চাহিদা বেড়েই চলেছে।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফেসবুক এনেছে মেসেঞ্জার রুম। এই সুবাদে ৫০ জন একসঙ্গে গ্রুপে কথা বলতে পারবে। এই গ্রুপে শুধু ফেসবুক ইউজার নয় হোয়াটসঅ্যাপ এবং Instagram এর ব্যবহারকারীরাও এই গ্রুপে জয়েন হতে পারবে। তাই ম্যাসেঞ্জার রুম এর ভিডিও কল অ্যাটেন্ড করতে ফেসবুক একাউন্ট থাকা জরুরী নয়।
পেজ সূচিপত্রঃ হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন
- হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন
- হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার কি
- হোয়াটসঅ্যাপ ওয়েব তৈরির নিয়ম
- হোয়াটসঅ্যাপ ওয়েব এবং মেসেঞ্জার রুম তৈরির নিয়ম
- মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন এর সুবিধা
- হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিরাপত্তার কৌশল
- WhatsApp এর মাধ্যমে ব্যবসার সুবিধা
- সমসাময়িক প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্যঃ হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন সম্পর্কে চলুন
জেনে নিই। ওয়েবসাইট ইন্টিগ্রেশন বলতে বোঝায় বিভিন্ন সিস্টেম অ্যাপ্লিকেশন বা
পরিষেবা কে এক সঙ্গে সংযুক্ত করা। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া পেমেন্ট
সিস্টেম এনালিটিস টুলস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম এবং
বিভিন্ন ধরনের সফটওয়্যার অন্তর্ভুক্ত থাকতে পারে। বিভিন্ন ধরনের ওয়েবসাইট
ইন্টিগ্রেশন এর মধ্যে রয়েছে-
ব্যাক এন্ড ইন্টিগ্রেশনঃ এই ধরনের ইন্টিগ্রেশন বিভিন্ন ডাটাবেজ এবং
সিস্টেমকে একত্রিত করে।
ফ্রন্ট এন্ড ইন্টিগ্রেশনঃ এই ধরনের ইন্টিগ্রেশন যেমন- সোশ্যাল
মিডিয়া, পেমেন্ট গেটওয়ে এবং এনালিটিক্স টুলস কে সংযুক্ত করে।
থার্ড পার্টি ইন্টিগ্রেশনঃ এই ধরনের ইন্টিগ্রেশন বাহ্যিক সিস্টেম এবং
পরিষেবা গুলো সংযুক্ত করে। যেমন- মার্কেটিং অটোমেশন টুল, ইমেইল
মার্কেটিং প্লাটফর্ম এবং গ্রাহক পরিষেবা সফটওয়্যার।
হোয়াটসঅ্যাপ ওয়েব ইন্টিগ্রেশন এবং মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন একটি মাধ্যম যার
সাহায্যে আপনি ছবি পাঠানো, ভয়েস এবং ভিডিও কলে কথা বলতে পারবেন। প্রতিনিয়ত
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন এর ব্যবহার
বেড়ে চলেছে।
হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার কি?
হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার কি এটা সম্পর্কে আমরা অনেকেই বিস্তারিত জানি
না। চলুন
WhatsApp এবং
messenger
সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
হোয়াটসঅ্যাপঃ হোয়াটসঅ্যাপ হল একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়ার,
ক্রস প্লাটফর্ম, সেন্ট্রালাইজ
ইনস্ট্যান্ট মেসেজিং(IM) এবং
ভয়েজ ওভার আইপি(VoIP) পরিষেবা। হোয়াটসঅ্যাপ মার্কিন কারিগরি মেটার মালিকানাধীন। যার
মাধ্যমে ফটো অডিও এবং ভিডিও বার্তা বিনিময় করা যায়। একজন ব্যবহারকারী সিম
কার্ড, ইন্টারনেট সংযোগ এবং ফোন নাম্বার দিয়ে যেকোন স্মার্ট ফোনে WhatsApp
ডাউনলোড করে সেটাপ করতে পারবে।
আরো পড়ুনঃ ফ্রি লটারি খেলে টাকা ইনকাম
সেটা হয়ে গেলে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট ট্যাবলেট বা কম্পিউটারে WhatsApp
অ্যাপ এর মাধ্যমে লিংক করতে পারবে। হোয়াটসঅ্যাপ এর মূল বৈশিষ্ট্য গুলোর মধ্যে
রয়েছেঃ
- ভয়েস ও ভিডিও কল দেওয়া
- ভয়েস মেসেজিং করা
- অ্যাক্টিভিটি স্ট্যাটাস দেওয়া
- নিরাপদ ভাবে বার্তা প্রেরণ করা
- ছবি ও ভিডিও শেয়ার করা
- বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা
- ডেস্কটপ ভার্সন ব্যবহারের সুযোগ রয়েছে
- হোয়াটসঅ্যাপ বিজনেস করার সুবিধা
- রিয়েল টাইম লোকেশন ট্রাকিং সুবিধা
- প্রেরিত মেসেজ ডিলিট করার সুবিধা
- গ্রুপ চ্যাটের সুবিধা
২০০৯ সালের ফেব্রুয়ারিতে
ইয়াহুর
প্রাক্তন কর্মচারী
ব্রায়ান অ্যাক্টন
এবং
জ্যান কৌম
হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেছিলেন। যা তিনি এমন একটি অ্যাপ হিসেবে শুরু করতে
চেয়েছিলেন যা পরের পরিচিতি মেনুতে স্ট্যাটাস প্রদর্শন করবে। হোয়াটস আপ
এর মত শোনানোর জন্য কৌম অ্যাপসটির নামকরণ করেন হোয়াটসঅ্যাপ। ২০০৯ সালের
আগস্টে আইফোনের জন্য প্রকাশিত হোয়াটসঅ্যাপ ২.০ তে একটি পরিকল্পিত বার্তা উপাদান
ছিল যার ফলে সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা হঠাৎ করে ২ লাখ ৫০ হাজার এ বেড়ে
যায়।
ব্যবহারকারীদের যাচাই করুন বার্তা পাঠানোর খরচ মেটাতে হোয়াটসঅ্যাপ একটি
বিনামূল্যের পরিষেবা থেকে অর্থ প্রদানকারী পরিষেবাতে পরিবর্তন করা হয়েছিল এবং
২০০৯ সালের শেষে ছবি পাঠানোর ক্ষমতা যুক্ত করা হয়েছিল। ২০১১ সালের প্রথমদিকে
হোয়াটসঅ্যাপ মার্কিন অ্যাপল অ্যাপ স্টোরের শীর্ষ ২০ টি অ্যাপের মধ্যে একটি ছিল।
২০১৩ সালের ফেব্রুয়ারির মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০মিলিয়ন হয়ে
যায়। ২০১৪ সালের আগস্টে হোয়াটসঅ্যাপ ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং
অ্যাপ। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রায় ১৯.৩ বিলিয়ন মার্কিন ডলারে ফেসবুক
হোয়াটসঅ্যাপ কে অধিগ্রহণ করে। মেটার সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে বর্তমানে
হোয়াটসঅ্যাপ এর মাসিক সক্রিয় ব্যবহারের কারীর সংখ্যা ২৯৫ কোটিরও বেশি।
মেসেঞ্জারঃ মেসেঞ্জার হল মেটা প্লাটফর্ম
দ্বারা তৈরি একটি আমেরিকান মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা পাঠানোর পরিষেবা। যা
মূলত ২০০৮ সালে ফেসবুক চ্যাট নামে বিকশিত হয়। মেসেঞ্জার যা ফেসবুক মেসেঞ্জার
নামেও পরিচিত। এটি একটি জনপ্রিয় পাতা আদান-প্রদানের মাধ্যম। যা
অপারেটিং সিস্টেম-
ওয়েব,
এন্ড্রয়েড,
আই ও এস
,উইন্ডোজ ফোন,
উইন্ডোজ ৮,
উইন্ডোজ ১০, এর জন্য উন্মুক্ত রয়েছে। মেসেঞ্জার এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে।
বিশিষ্ট গুলো নিচে দেওয়া হলঃ
বৈশিষ্ট | যোগ করা হয়েছে | প্লাটফর্ম | উপস্থিতি |
---|---|---|---|
ফেসবুক একাউন্ট ছাড়াই সাইন আপ করা | ডিসেম্বর-২০১২(বন্ধ) | মোবাইল | বিশ্বব্যাপী |
সরাসরি বার্তপ্রেরণ করা যায় | অক্টোবর-২০১৩ | সব | বিশ্বব্যাপী |
মানি ট্রান্সফার করা যায় | মার্চ-২০১৫ | মোবাইল | মার্কিন যুক্তরাষ্ট্র |
স্ক্রিনে প্রদর্শিত চ্যাট হেডস | অক্টোবর-২০১৩ | মোবাইল | বিশ্বব্যাপী |
অডিও এবং ভিডিও কল | জানুয়ারী-২০১৩ | সব | বিশ্বব্যাপী |
অবস্থান শেয়ারিং করা | জুন-২০১৫ | মোবাইল | বিশ্বব্যাপী |
গাড়ি পরিবহন অনুরোধ করা | ডিসেম্বর-২০১৫ | মোবাইল | মার্কিন যুক্তরাষ্ট্র |
এসএমএস সাপোর্ট করা | ২০১২ | অ্যান্ড্রয়েড | বিশ্বব্যাপী |
একাধিক একাউন্ট সমর্থন করা | ফেব্রুয়ারী-২০১৬ | সব | বিশ্বব্যাপী |
বট প্লাটফর্মে বিজ্ঞত্তি দেওয়া | এপ্রিল-২০১৬ | সব | বিশ্বব্যাপী |
হোম বার্তা প্যানেল | জুন-২০১৬ | মোবাইল | বিশ্বব্যাপী |
গোপন কথোপকথন | অক্টোবর-২০১৬ | মোবাইল | বিশ্বব্যাপী |
গেম | নভেম্বর-২০১৬ | মোবাইল | বিশ্বব্যাপী |
মেসেন্জার দিবস | মার্চ-২০১৭ | সব | বিশ্বব্যাপী |
প্রতিক্রিয়া এবং উল্লেখ | মার্চ-২০১৭ | সব | বিশ্বব্যাপী |
বর্ধিত বাস্তবতার প্রস্তাব | ডিসেম্বর-২০১৭ | সব | বিশ্বব্যাপী |
ম্যাসেন্জার এআই চ্যাটবট | এপ্রিল-২০২০ | সব | বিশ্বব্যাপী |
নির্দিষ্ট বার্তার উত্তর | মার্চ-২০১৯ | সব | বিশ্বব্যাপী |
ম্যাসেন্জার রুম তৈরী | এপ্রিল-২০২০ | সব | বিশ্বব্যাপী |
এম সহকারী | এপ্রিল-২০১৭(সমাপ্ত) | সব | মার্কিন যুক্তরাষ্ট্র |
হোয়াটসঅ্যাপ ওয়েব তৈরির নিয়ম
হোয়াটসঅ্যাপ ওয়েব তৈরি করতে প্রথমেই আপনাকে আপনার মোবাইলে অ্যাপসটি ইন্সটল করা থাকতে হবে। কারণ ডেস্কটপে এটি এক্সটেনশন হিসেবে কাজ করে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বার্তাগুলো আপনার মোবাইল এবং কম্পিউটারের মধ্যে লিঙ্ক করে দেওয়া হয়। সহজ ভাবে বলা যায় আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপটি যেভাবে ব্যবহার করতে পারবেন ডেস্কটপেও এর সাহায্যে ঠিক একই ভাবেই ব্যবহার এবং পরিচালনা করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ওয়েব তৈরির নিয়ম-
- প্রথমে আপনাকে আপনার পিসি বা ল্যাপটপ এর ওয়েব ব্রাউজার থেকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ ওয়েব এর ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক web.whatsapp.com আপনি গুগল ক্রোম, ফায়ারফক্স ইত্যাদির যেকোনো একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারবেন।
- আপনি হোয়াটসঅ্যাপ ওয়েব এর পেজটি সরাসরি দেখতে পারবেন। এর ডানদিকে QR কোড দেখতে পাবেন।
- এখন আপনার নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপ এর উপরে দানের দিকে তিনটি দর থাকা আইকন এর মধ্যে ক্লিক করতে হবে।
- এরপর Link a device এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ডিভাইসের প্যাটার্ন লক অথবা পাসওয়ার্ড দিতে হবে।
- এরপর কিউআর কোডের একটি অপশন আসবে এবং চারকোনা যুক্ত একটি ব্যাক ক্যামেরা দেখা যাবে।
- এখন আপনার কম্পিউটারে থাকা হোয়াটসঅ্যাপ ওয়েব এর পেজটিতে দেখানো QR কোডটি স্ক্যান করতে হবে।
- এরপর আপনার সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের সকল তথ্য কম্পিউটারের ওয়েব ব্রাউজারে ওপেন হয়ে যাবে।
লিংক করা ওয়েব ব্রাউজার এর মাধ্যমে আপনি মোবাইলের মতই একই ধরনের কাজ করতে পারবেন। তাহলে নিশ্চয়ই কিভাবে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন বা ডাউনলোড করবেন সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন।
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ ম্যাসেঞ্জার রুম তৈরির নিয়ম
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম আমাদের সকলের জন্য প্রয়োজনীয় এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। WhatsApp ওয়েব ম্যাসেঞ্জার রুম তৈরির সহজ কিছু নিয়ম রয়েছে ।
যার মাধ্যমে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম তৈরি করতে পারবেন। এটা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর আপনি যেকোনো একটি ইন্ডিভিজুয়াল অপশন খুলুন।
আপনি টাচমেন্ট আইকনে ক্লিক করুন। তারপর ফলো করুন যেখানে রুলস অপশন রয়েছে সেখানে গিয়ে ক্লিক করতে হবে। এবার যেখানে লেখা আছে কন্টিনিউ ইন ম্যাসেঞ্জার অপশন সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তারপর একটি অপশন আসবে সেখানে আপনি বিভিন্ন লোকজনের কাছে লিংক পাঠাতে পারবেন। তারপর আপনি যাদের লিংক পাঠাচ্ছেন তারা লিংকের উপর ক্লিক করে হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ মেসেঞ্জার রুমে অংশগ্রহণ করতে পারবে।
আপনি একইভাবে ভিডিও এবং অডিও গ্রুপে কথা বলতে পারবেন। কল চলাকালীন অডিও কলে ক্লিক করে ক্রিয়েটর রুম অপশনে গিয়ে ৫ জন বা তার বেশি সদস্য মিলে গ্রুপ হয়ে কথা বলতে পারবেন।পাঁচজনের কম সদস্য হলে এই অপশনটি আপনি পাবেন না। সে ক্ষেত্রে আপনি যদি রুম কাস্টমাইজ করতে চান তাহলে রুম একটিভিটির অপশন টি চালু করতে পারবেন। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন মিটিং এবং এর জন্য এই হোয়াটসঅ্যাপ ওয়েব এবং মেসেঞ্জার রুম খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন এর সুবিধা
মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন ব্যবহারের অনেক সুবিধার রয়েছে। বর্তমানে সময়ে হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেক্সটপ অ্যাপ মেসেঞ্জার রুম খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। আমাদের দেশে তথ্য আদান-প্রদান এবং ভিডিও কলের জন্য বিভিন্ন অ্যাপস থাকলেও এর চাহিদা সবথেকে বেশি। চলুন এর সুবিধাগুলো সম্পর্কে জেনে নেই-
- মেসেঞ্জার রুমের অনেক সুবিধার মধ্যে সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা করলেই কাউকে এই রুমে অ্যাড করতে পারবেন এবং ভালো না লাগলে কাউকে বাদ দিতে পারবেন।
- একসঙ্গে সর্বোচ্চ ৫০ জন মিলে গ্রুপ হয়ে ভিডিও কলে কথা বলতে পারবেন। অফিসের ছোটখাটো মিটিং এর জন্য এই অ্যাপসটি সব থেকে কার্যকরী।
- এই অ্যাপসের আরো বেশি সুবিধা হল আপনাকে মেসেঞ্জার বা ফেসবুক ব্যবহার করতেই হবে এরকম বিষয় নয়। আপনি
- মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন এর সুবিধা হল আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম থেকেও এর সঙ্গে অ্যাড হতে পারবেন।
- আপনি আপনার পছন্দমত কাউকে ভিডিও কল বা অডিও কলে সংযুক্ত করতে পারবেন আবার বাদও দিতে পারবেন। এর সাথে আপনি ইচ্ছেমত কয়েকজনের সঙ্গেও কথা বলতে পারবেন।
- হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশনে আপনি নিশ্চিন্তে তথ্য আদান-প্রদান করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিরাপত্তার কৌশল
হোয়াটসঅ্যাপ ব্যবহারে আপনি কিছু নিরাপত্তার কৌশল অবলম্বন করতে পারেন। অপরিচিত কেউ মেসেজ করলে অবশ্যই সেই মেসেজটি যাচাই করুন। ভুল তথ্য ছড়ানো থেকে সতর্ক থাকুন। মানুষ যদি একাধিকবার মেসেজ ফরওয়ার্ড করে তাহলে মেসেজের আইকনে ডাবল দিক চিহ্ন দেখতে পাবেন। সে ক্ষেত্রে সতর্ক থাকুন। একাধিকবার ফরোয়ার্ড করা মেসেজ বারবার যাচাই করুন।
আপনি আইএফসিএন এই সংস্থার মাধ্যমে তথ্য যাচাই করতে পারবেন। বাইরের কোন মেসেজের ক্ষেত্রে বা সন্দেহজনক কোন মেসেজের ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইট এর মাধ্যমে তথ্য যাচাই করতে পারেন। তবে সাধারণত কারো ফোনে আপনার নাম্বার সেভ করা না থাকলে আপনাকে এড করতে পারবে না। সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ একটি নির্ভরযোগ্য সাইট বলতে পারেন।
WhatsApp এর মাধ্যমে ব্যবসার সুবিধা
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন এর মাধ্যমে আপনি খুব সহজেই এখন ব্যবসা করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ওয়েব কে একটি নির্ভরযোগ্য সাইডও বলা যেতে পারে। আপনি বিভিন্ন ধরনের ব্যবসা যেমন- থ্রি পিস বা কাপড়ের ব্যবসা, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিক্রি করতে পারেন। এছাড়াও আপনার সুবিধামাত্র বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারেন।
কারণ এই সাইটের মাধ্যমে আপনি খুব সহজেই ৫ থেকে ৫০ জন মানুষের সঙ্গে গ্রুপে যোগাযোগ করতে পারেন। এখানে ভয়েস আদান-প্রদানে কোন সমস্যা হয় না। তাই আপনি আপনার টার্গেট ক্রেতাদের সঙ্গে গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এর ফলে আপনি খুব সহজেই আপনার ব্যবসার উন্নতি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ব্যবসার সুবিধা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন।
সমসাময়িক প্রশ্ন-উত্তর
প্রশ্নঃ হোয়াটসঅ্যাপ মানে কি?
উত্তরঃ হোয়াটসঅ্যাপ হলো এক ধরনের বার্তা প্রেরণের বা যোগাযোগের মাধ্যম। যেখানে আপনি ছবি, ভিডিও, অডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন এবং বিভিন্ন ধরনের বার্তা প্রেরণ করতে পারবেন।
প্রশ্নঃ হোয়াটসঅ্যাপ এর মালিক কে?
উত্তরঃ হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা হল জান কৌম এবং ব্রায়ান অ্যাক্টন। তবে ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ ফেসবুকের সঙ্গে যুক্ত হয়।
প্রশ্নঃ YouTube এর মালিক কে?
উত্তরঃ স্টিভ চেন, চ্যাট হার্লি, জাভেদ করিম হলেন ইউটিউব এর প্রতিষ্ঠাতা।
প্রশ্নঃ পৃথিবীর প্রথম ইউটিউবার কে ছিলেন?
উত্তরঃ ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাওয়েদ করিম হলেন প্রথম ইউটিউবার। তার ভিডিও প্রথম ইউটিউবে আপলোড করা হয়।
প্রশ্নঃ হোয়াটসঅ্যাপ কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ গ্রুপ চ্যাট এবং মিডিয়া শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয় এছাড়াও টেক্সট বা ইমেজ আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়।
প্রশ্নঃ হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ কিভাবে দেখব?
উত্তরঃ প্রথমে আপনাকে ফোনে সেটিংসে অ্যাপ খুলতে হবে। তারপর নোটিফিকেশন অপশন সিলেক্ট করতে হবে। নোটিফিকেশন হিস্ট্রিতে ট্যাপ করতে হবে। তারপর নোটিফিকেশন হিস্ট্রি এনাবল করতে হবে। এভাবে আপনি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে যে কোন ডিলিট হওয়া মেসেজ দেখতে পারবেন।
প্রশ্নঃ কোন হোয়াটসঅ্যাপ সবচেয়ে ভালো এবং নিরাপদ?
উত্তরঃ সব সময় অফিসিয়াল WhatsApp ব্যবহার করুন, কারন এটি নিরাপদ।
প্রশ্নঃ WhatsApp সমস্য হলে কি করব?
উত্তরঃ মোবাইল ডাটা চালু করুন। প্রয়োজনে মোবাইল বন্ধ করে আবার চালু করুন। এরোপ্লেন মোড চালু এবং বন্ধ করতে পারেন। WhatsApp আপডেট করুন। ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ করার অনুমতি দিন। সাপোর্ট করা হয় এমন অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। রোমিং বন্ধ করুন। ওয়াইফাই বন্ধ এবং চালু করতে পারেন।
প্রশ্নঃ হোয়াটসঅ্যাপ কত প্রকার?
উত্তরঃ হোয়াটসঅ্যাপ তিন প্রকার। ব্যক্তিগত, ব্যবসা এবং অফিশিয়াল একাউন্ট।
প্রশ্নঃ হোয়াটসঅ্যাপের মতো দেখতে কোন অ্যাপ?
উত্তরঃ সিগন্যাল এবং টেলিগ্রাম দুটি জনপ্রিয় অ্যাপস যা হোয়াটসঅ্যাপ এর মত দেখতে এবং হোয়াটসঅ্যাপ এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।
প্রশ্নঃ WhatsApp শব্দের অর্থ কি?
উত্তরঃ WhatsApp শব্দটি মূলত What's Up (হোয়াট ইজ আপ) অর্থাৎ ”কী খবর” এই শব্দ থেকে এসেছে।
প্রশ্নঃ আমি কি হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য টাইমার সেট করতে পারি?
উত্তরঃ হোয়াটসঅ্যাপ মেসেজ টাইমার সেট করতে উপরের ডান দিকের কোনায় "Schedule" বোতামে ট্যাব করুন। তারপর মেসেজটি বের হওয়ার আগে চেক করার জন্য আপনি "Ask me before send" চালু করতে পারেন।
লেখকের মন্তব্যঃ হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন
হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ মেসেঞ্জার রুম সম্পর্কে আশাকরি আপনারা ধারণা পেয়েছেন। এর সুবিধাগুলো সম্পর্কেও আশা করি ধারণা পেয়েছেন। যেকোনো কাজকে সহজ এবং দ্রুত সময়ে করার জন্য ঘরে বসেই আপনারা হোয়াটসঅ্যাপ ওয়েব ম্যাসেঞ্জার রুমের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারবেন। সব কিছুরই টুকিটাকি সমস্যা থাকে।
তবে আমি মনে করি আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ মেসেঞ্জার রুম ইন্টিগ্রেশন ব্যবহার করে বিশেষ সুবিধা লাভ করতে পারি। তবে যে কোন কিছু শেয়ারিং এর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন যে তথ্যটি সঠিক কিনা। আর্থিক লেনদেনের সময় অবশ্যই সতর্ক থাকুন। আমাদের আর্টিকেলটি ভালো লেগে থাকলে নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করুন।
বঙ্গ টিপস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url