ঝাপসা ছবি ক্লিয়ার করার উপায় সেরা ফ্রী Ai টুলস এর মাধ্যমে

                             

ঝাপসা ছবি ক্লিয়ার করার উপায় সম্পর্কে আপনারা কি জানতে চান? তবে আজকের আর্টিকেলটি অবশ্যই আপনার জন্য। কারণ আজকের আর্টিকেলে এমন কিছু টুলস বা ওয়েবসাইটের কথা বলব যা ঝাপসা ছবি ক্লিয়ার করতে খুবই কার্যকরী। এই টুলস বা ওয়েবসাইট এর সাহায্যে আপনি খুব সহজেই ঝাপসা ছবিকে স্পষ্ট করে তুলতে পারবেন।

ঝাপসা-ছবি-ক্লিয়ার-করার-উপায়

এই ওয়েবসাইটগুলো শুধু যে ছবি স্পষ্ট করে তা নয়, ছবি স্পষ্ট করার পাশাপাশি ছবির রং এবং গুণগত মান বৃদ্ধি করে। তাই আজকের পোস্টে আমরা জানবো কিভাবে ফ্রী এ আই টুলস এর সাহায্যে ছবির গুণগত মান ঠিক রেখে ঝাপসা ছবি ক্লিয়ার করার উপায় তৈরী করা যায়।

পেজ সূচিপত্রঃ ঝাপসা ছবি ক্লিয়ার করার উপায়

ঝাপসা ছবি ক্লিয়ার করার উপায় 

ঝাপসা ছবি ক্লিয়ার করার উপায় সম্পর্কে আমরা অনেকেই জানিনা। এই কারণে অনেক সময় আমাদের বেশিরভাগ পছন্দের ছবি ডিলিট করতে হয়। আপনি কি আপনার পছন্দের ছবিকে ঝাপসা হওয়ার কারণে ডিলিট না করে ঠিক করতে চান। যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকে আপনাকে জানাবো ফ্রি কিছু সমাধান। যার মাধ্যমে আপনি খুব সহজেই ঝাপসা ছবিকে স্পষ্ট করতে পারবেন। 


এই অ্যাপসগুলো সাধারণত ঝাপসা ও ঘোলা ছবি বা ড্যামেজ ছবি কে খুবই সুন্দরভাবে ক্লিয়ার করে এবং এইচডি কোয়ালিটিতে সেভ করে থাকে। এছাড়াও এই অ্যাপসগুলো ঝাপসা ছবিকে নিজে নিজেই অপটিমাইজ করে ক্লিয়ার করে এবং ছবির কোয়ালিটি উন্নত করে। যদি আপনি আপনার কাছে থাকা ঝাপসা বাগুলা ছবিকে ক্লিয়ার করতে চান তাহলে নিচের যেকোনো একটি অ্যাপস ব্যবহার করে আপনার কাছে থাকা ঝাপসা ছবিকে ক্লিয়ার করুন।
অ্যাপস এর নাম মোট ডাউনলোড রেটিং
Remini-AI Photo Enhancer 100m+ 4.4
AI Enhancer 10m+ 4.4
BlurBuster 1m+ 4.4
Photo Tune- AI Enhancer 5m+ 4.4
Piscart AI Photo Editor 1b+ 4.2
Silver AI Inc- Enhancer 1m+ 4.4
EnhancerFox 1m+ 4.0
Photo Enhancer Winfun 500k+ 4.4
Vivid- AI Photo Enhancer 100k+ 4.1

ঘোলা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার

ঘোলা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার সম্পর্কে আমরা অনেকেই জানিনা। এজন্য অনেক সময় আমাদের পছন্দের ছবি ও ডিলিট করে ফেলতে হয়। ঘোলা ছবি ক্লিয়ার করার জন্য ইন্টারনেটে অনেক সফটওয়্যার রয়েছে এর মধ্যে বেশকিছু জনপ্রিয় এবং কার্যকরী সফটওয়্যার সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা আপনাদের পছন্দমত সফটওয়্যার ব্যবহার করে ভোলা ছবি ক্লিয়ার করতে পারবেন।
  • Adobe Photo shop Express: এটি একটি জনপ্রিয় সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই ফটো এডিটিং করতে পারবেন এবং ছবির কোয়ালিটি হবে খুবই ক্লিয়ার এবং প্রফেশনাল।
  • Pixlr: এই ফটো ইডিটর সফটওয়্যারটি একদম ফ্রি এবং খুবই জনপ্রিয়। যার সাহায্যে আপনি ঘোলা ছবি ক্লিয়ার করতে পারবেন।
  • Fotor: ঘোলা ছবি ক্লিয়ার করার জন্য এটি একটি খুবই জনপ্রিয় ফটো এডিটিং টুল। 
  • Lunapic: এই জনপ্রিয় টুলস টিতে রয়েছে ঘোলা ছবি ক্লিয়ার করার অপশন এর পাশাপাশি ছবি এডিটিং করার বিভিন্ন রকমের অপশন।
  • Enhance.Pho.to: এই সফটওয়্যার এর সাহায্যে আপনি খুব সহজেই ঘোলা ছবি ক্লিয়ার করতে পারবেন। তার পাশাপাশি এই সফটওয়্যারটি ছবির গুণগত মান উন্নত করে।
  • PicWish: এই সফটওয়্যার এর সাহায্যে আপনি খুব সহজেই এবং বিনামূল্যে গোলা ছবি ক্লিয়ার করতে পারবেন। তার সাথে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড এই সফটওয়্যার এর মাধ্যমে পরিবর্তন করতে পারবেন।
  • Vance AI: এই সফটওয়্যারের সাহায্যে আপনি ঘোলা ছবি খুব সহজে ক্লিয়ার করতে পারবেন। তার সাথে এই সফটওয়্যারে রয়েছে ছবি এডিটিং করার বেশ কিছু এআই টুলস। যার মাধ্যমে আপনি ছবি এডিটিং এবং ছবির রেজুলেশন কয়েক গুণ বাড়াতে পারবেন।
  • Catout pro: ঘোলা ছবি ক্লিয়ার করার জন্য এটি একটি জনপ্রিয় টুল। যেখানে আপনি ঘোলা ছবি ক্লিয়ার করার পাশাপাশি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ছবি ক্লিয়ার করতে এটি খুবই কার্যকরী।

ফটো ক্লিয়ার করার অ্যাপস সম্পর্কে জানুন

আমরা অনেকেই ছবি তোলার পর ক্লিয়ার না হওয়ার কারণে অনেক চিন্তায় থাকি। তাই আপনারা যেন খুব সহজেই ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারেন এমন কিছু ফটো ক্লিয়ার অ্যাপ সম্পর্কে আপনাদের জানাবো। এগুলো ছবি ক্লিয়ার করার পাশাপাশি ছবি এডিট করার ক্ষেত্রেও খুবই কার্যকরী। চলুন এরকম ফটো এডিট করার সবচেয়ে ভালো অ্যাপ সম্পর্কে জেনে নেই। এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনারা ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারবেন এবং ফটো এডিটিং ও করতে পারবেন।
অ্যাপস এর নাম রেটিং
AI Photo Editor- Polish 4.8
Face App: Perfect Face Editor 4.3
Collage Maker| Photo Editor 4.9
Photo Collage Maker- Funpic 4.7
Photo Lab Picture Editor & Art 4.5
Facetune: Hair, Photo Editor 4.5
BeautyCam- AI Photo Editor 4.0

Google chrome browser দিয়ে ঝাপসা ছবি কিভাবে পরিস্কার করা যায়

বর্তমানে ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য এবং ফটো এডিটিং করার জন্য অনেক ভালো ভালো ফ্রি-টুলস রয়েছে। যার সাহায্যে আপনি খুব সহজেই ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারবেন এবং ফটো এডিটিং করতে পারবেন। ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য গুগল ক্রোম ব্রাউজার একটি অন্যতম মাধ্যম। আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে Replicate এর মাধ্যমে খুব সহজেই ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারবেন।


গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ঝাপসা ছবি যেমন পরিষ্কার হয় তেমন ছবির গুণগত মান উন্নত হয়।তাই আপনি খুব সহজেই ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। যার মাধ্যমে আপনার অস্পষ্ট ছবিগুলো আবার ব্যবহারযোগ্য হয়ে উঠবে। এছাড়াও আরো অনেক মাধ্যম রয়েছে তার সাহায্যে ঝাপসা ছবি ক্লিয়ার করা যায়, সেগুলো আমরা আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করেছি।

ঘোলা ছবি ক্লিয়ার করার সেরা ওয়েবসাইট Remini AI

বর্তমান সময়ে Remini AI হলো একটি জনপ্রিয় ওয়েবসাইট। তার মাধ্যমে আপনি খুব সহজেই ঝাপসা, ঘোলা, অস্পষ্ট বা পুরনো ছবিকে ক্লিয়ার এবং এডিটিং করে এইচডি কোয়ালিটি করতে পারেন। এই ওয়েবসাইটের মধ্যে ছবি এডিট করার মত বিভিন্ন অপশন থাকায় আপনি ঝাপসা ছবি স্পষ্ট করার পাশাপাশি ছবির কোয়ালিটি আরো উন্নত করতে পারেন।

Remini AI এর প্রধান কাজ 

  • ঝাপসা বা অস্পষ্ট ছবি ক্লিয়ার করা
  • ক্ষতিগ্রস্ত ছবি পুনরায় ঠিক করা
  • পুরাতন কিংবা লো কোয়ালিটির ছবি HD কোয়ালিটি তৈরি করা
  • ছবি আনব্লার ও রিস্টোর করা
  • ভিডিওর কোয়ালিটি উন্নত করা
  • পুরাতন ক্যামেরার ফটো রিস্টোর করা
  • ফোকাসের বাইরে থাকা ছবিগুলো কে স্পষ্ট করা

Remini AI যেভাবে কাজ করে

এই ওয়েবসাইটের মাধ্যমে ঝাপসা ছবি ক্লিয়ার বা ছবি এডিটিং এর জন্য আপনাকে প্রথমে  Remini AI ওয়েবসাইটে গিয়ে আপনি যে ছবিটি এডিট করতে চান তা আপলোড করতে হবে। তারপর এই ওয়েবসাইট আপনার ছবিকে স্ক্যান করবে। আর ছবির ঝাপসা বা ঘোলা অংশকে ক্লিয়ার করবে। তারপর আপনি ডাউনলোড অপশন এ গিয়ে ক্লিয়ার ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন। 

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ছবি ক্লিয়ার করার পাশাপাশি  Remini AI(AI Photos) এর মাধ্যমে বিভিন্ন অপশনে গিয়ে উন্নত মানের এবং প্রফেশনাল ছবি এডিটিং করতে পারবেন। বর্তমান সময়ে এই ওয়েবসাইটটি খুবই জনপ্রিয় এবং নির্ভরযোগ্য একটি সাইট। তাই আপনি আপনার পুরনো ছবি বা ঝাপসা ছবিকে স্পষ্ট করার জন্য বা এডিটিং করার জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।

Remini AI এর অসুবিধাঃ Remini AI এর অসুবিধা হলো এই ওয়েবসাইটে বিজ্ঞাপন আছে এবং পেইড সাবসক্রিপশন নিতে হয়।

ঝাপসা ছবি ক্লিয়ার করুন AI Enhancer এর মাধ্যমে

বর্তমান সময়ে ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য এই ওয়েবসাইটটি অনেক বেশি জনপ্রিয়। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি দশ থেকে বিশ বছরের বেশি পুরনো ছবি এক নিমিষেই স্পষ্ট এবং নতুন গ্রুপ দিতে পারবেন। এর পাশাপাশি আপনি স্ক্র্যাচ খাওয়ার ছবি, সাদা কালো বা পুরাতন হয়ে যাওয়া ছবিকে কালার পরিবর্তন করে এবং এডিট করে নতুন রুপ দিতে পারবেন। এই ওয়েবসাইটে এডিট করা ছবির টেক্সচার অনেক সুন্দর এবং এইচডি কোয়ালিটি হয়ে থাকে।

AI Enhancer এর প্রধান কাজ

  • ব্যবসা বা ব্লার হয়ে যাওয়া ছবি স্পষ্ট করে
  • পুরনো বা সাদা কালো ছবি এক ক্লিকেই কালার করা যায়
  • ছবির এইচডি কোয়ালিটি ২০০ থেকে ৮০০ পার্সেন্ট বাড়ানো যায়
  • ছেঁড়া ফাটা বা সাদা কালো ছবি এডিট করে রিপেয়ার করা যায়ৎ
  • ছবিতে বিভিন্ন ধরনের ফিল্টার এড করা যায়
অসুবিধাঃ এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন আসে।

ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট Vance AI

Vance AI ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই ঘোলা ছবি ক্লিয়ার করতে পারেন। শুধু তাই নয় এই ওয়েবসাইটটি ছবির রেজুলেশন উন্নত করে। নিম্নমানের ছবি বা ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য এই ওয়েবসাইটটি খুবই কার্যকরী। তাই আপনার কাছে থাকা আপনার পছন্দের ঝাপটা ছবিটি ক্লিয়ার করার জন্য এবং কোয়ালিটি উন্নত করার জন্য এই ওয়েবসাইটে দারুন একটি সমাধান।

Vance AI ওয়েবসাইটের প্রধান কাজ

  • ঝাপসা ছবি স্পষ্ট করে এবং ছবির গুণগতমান বৃদ্ধি করে
  • ছবির রং উন্নত করে
  • ছবির ব্যালেন্স ঠিক রাখে
  • নিম্নমানের ছবিগুলো রেজুলেশন বাড়াতে সাহায্য করে
  • ব্যাকগ্রাউন্ড অপসারণ করা যায়
  • পুরাতন বাস ছেড়া ছবি পুনরুদ্ধার করা যায়
  • কার্টুন ছবি তৈরি করা যায়

ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য ওয়েবসাইট Cutout Pro

এই ওয়েবসাইটের মাধ্যমে ঝাপসা ছবি ক্লিয়ার করার পাশাপাশি ছবির ব্যাকগ্রাউন্ড সরানো এবং এডিটিংও করা যায়। মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনি খুব সহজেই এ কাজগুলো করতে পারেন। এছাড়াও ছবির অবাঞ্ছিত অংশ বাদ দিতেও এই ওয়েবসাইটটি খুবই কার্যকরী। ওয়েব সাইটের দ্বারা নির্দিষ্ট অংশকে হাইলাইট করা সম্ভব।

Cutout Pro এর প্রধান কাজ

  • ঝাপসা ছবি স্পষ্ট করা
  • ছবির অবাঞ্ছিত অংশ বাদ দেওয়া
  • ছবির রং উন্নত করা
  • নিম্নমানের ছবির রেজুলেশন বাড়িয়ে ছবির মান বৃদ্ধি করা
  • ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা
  • ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা
  • স্বচ্ছ ইমেজ তৈরি করা

অস্পষ্ট ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট Fotor

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই প্রযুক্তি ব্যবহার করে ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফটো এডিটিং করতে পারবেন। এই ওয়েবসাইটে কাজ করা খুবই সহজ তাই যারা নতুন তারা অনায়াসে এই ওয়েবসাইটের মাধ্যমে ফটো এডিটিং করতে পারবেন। এই ওয়েবসাইটে আরেকটি জনপ্রিয় দিক হলো এর বেশিরভাগ ফিচার ফ্রি। তাই বলা যায় ফটো এডিটিং এর জন্য বা ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য Fotor ওয়েবসাইটটি খুবই ভালো একটি মাধ্যম।

 Fotor ওয়েবসাইট এর প্রধান কাজ

  • খুব সহজেই ঝাপসা ছবি ক্লিয়ার করা যায়
  • ছবির রং এবং গুণগত মান বাড়ানো যায়
  • ছবির উজ্জ্বলতার ভারসাম্য ঠিক রাখে
  • ছবির অবাঞ্ছিত অংশ কেটে ফেলা এবং সাইজ পরিবর্তন করা যায়
  • লেখা বা স্টিকার যোগ করা যায়
  • ফটো দিয়ে কোলাজ বানানো যায়
  • বিভিন্ন ধরনের ফিল্টার বা ইফেক্ট ছবির সঙ্গে যুক্ত করা যায়

সাময়িক প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ঘোলা ছবি পরিষ্কার করার জন্য কোন ওয়েবসাইটটি সবচেয়ে ভালো?

উত্তরঃ ঘোলা ছবি পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট হলো Remini AI। এই ওয়েবসাইটের মাধ্যমে ঘোলা ছবি ক্লিয়ারের পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি এডিটিং করাও সম্ভব।

প্রশ্নঃ Remini AI  ব্যবহার করার জন্য কি করতে হবে?

উত্তরঃ এই ওয়েবসাইটে ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে ছবি আপলোড করতে হবে। তারপর এই ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা ছবি পরিষ্কার করে ফেলবে। তারপর ক্লিয়ার ছবিটি আপনি ডাউনলোড করে নিবেন।

প্রশ্নঃ ঝাপসা ছবি দূর করার সেরা সফটওয়্যার কোনটি?

উত্তরঃ ঝাপসা ছবি দূর করার সবথেকে ভালো সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ। যার মাধ্যমে আপনি খুবই উন্নত মানের এবং প্রফেশনাল ছবি এডিট করতে পারেন।

প্রশ্নঃ কিভাবে ফ্রিতে ছবি পরিষ্কার করা যায়?

উত্তরঃ আপনি মোবাইল বা ডেস্কটপ এর মাধ্যমে বিনামূল্যে অ্যাডোবি এক্সপ্রেস অ্যাপস চালু করার মাধ্যমে ফ্রিতে ছবি পরিষ্কার করতে পারবেন।

প্রশ্নঃ অনলাইনে ঝাপসা ছবি দূর করার উপায়?

উত্তরঃ আপনি ডেক্সটপ বা মোবাইলের মাধ্যমে বিনামূল্যে অ্যাডোবি এক্সপ্রেস unbler image অ্যাপসটি ওপেন করে আপনার ছবি আপলোড করুন এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ক্লিয়ার ছবি পেয়ে যাবেন।

প্রশ্নঃ ছবি থেকে ঝাপসা দূর করার উপায়?

উত্তরঃ আপনি ছবি থেকে ঝাপসা দূর করার জন্য রেমিনি এআই বা এডোবি এক্সপ্রেস আনব্লার ইমেজ অ্যাপস ব্যবহার করতে পারেন। তাছাড়াও অনেক ভালো ভালো ফ্রী অ্যাপস রয়েছে যা আমাদের আজকের আর্টিকেলে বিস্তারিত দেওয়া আছে।

লেখকের মন্তব্যঃ ঝাপসা ছবি ক্লিয়ার করার উপায় 

ঝাপসা ছবি ক্লিয়ার করার উপায় সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করেছি।আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হবেন। আমি মনে করি আজকের আর্টিকেলে বলা ফ্রী এআই ওয়েবসাইটগুলো  আপনাদের খুবই কাজে আসবে। তবে এইসব ওয়েবসাইটগুলোর মধ্যে অনেকগুলো ফ্রী আবার অনেকগুলো পেইড সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন হয়।

তাই আপনি চাইলে পেইড সাবসস্ক্রিপশন না ‍কিনে ফ্রী ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারবেন। আপনি যদি প্রফেশনাল ফটো এডিটর না হয়ে থাকেন তাহলে পেইড সাবস্ক্রিপশন না নেওয়ায় ভালো। কারণ এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ফ্রীতে ফটো এডিট করা যায়। যা আমাদের আর্টিকেলে বিস্তারিত বলা হয়েছে। আরো নতুন নতুন তথ্য পেতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। সঙ্গে থাকুন বঙ্গ টিপস আইটির।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বঙ্গ টিপস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url