অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান গাইড-২০২৫

                               

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। পল্লী বিদ্যুৎ আবেদনের বর্তমান অবস্থা এখন খুব সহজেই আপনারা অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। ঘরে বসেই পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ও অনুসন্ধানের সম্পূর্ণ পদ্ধতি জানতে আজকের আর্টিকেলটি পুরোপুরি মনোযোগ দিয়ে পড়বেন।

পল্লী-বিদ্যুৎ-মিটার-আবেদন-অনুসন্ধানআমরা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো কিভাবে পল্লী বিদ্যুতের মিটার আবেদন অনুসন্ধান করবেন, আবেদন নাম্বার ব্যবহার করে কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে। বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

পেজ সূচিপত্রঃ পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান কিভাবে করবেন তা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। এমন অনেকেেই আছেন যারা আবেদন করার পর মিটার পেতে দেরি হচ্ছে কিন্তু তারা জানেন না যে তাদের আবেদনটি এখন কি পর্যায়ে রয়েছে। যদি আপনার তথ্য দিতে কোন ভুল না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বৈদ্যুতিক সংযোগ পাবেন। 

তবে আবেদনটি কি পর্যায়ে রয়েছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে মিটার আবেদন অনুসন্ধান করতে হবে। আপনি মিটার আবেদন অনুসন্ধানের মাধ্যমে জানতে পারবেন যে আপনার আবেদনটি এখন কোন পর্যায়ে রয়েছে। কোথাও যদি আপনার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই তথ্যটিও জানতে পারবেন।


এমন কি আপনি কবে মিটারের সংযোগ পেতে পারেন সে সম্পর্কেও আপনি সকল তথ্য জানতে পারবেন। মিটার আবেদন অনুসন্ধান করার জন্য কিছু শর্ত বা নিয়ম রয়েছে। অনলাইনে আবেদন অনুসন্ধান করার কিছু নিয়ম রয়েছে। আপনি যদি সেই নিয়ম গুলো ফলো করেন তাহলে মিটার আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

প্রথমে আপনাকে এই http://www.reb.gov.bd বা https://services.bpdb.gov.bd ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। তারপর আবেদন অপশন এ যেতে হবে। আবেদন অপশনে ক্লিক করলে আবেদনের সর্বশেষ অবস্থা অপশনটি আসবে। এরপর আবেদনের সর্বশেষ অবস্থায় ক্লিক করলে ট্রেকিং নাম্বার এবং পিন নাম্বার চাইবে। আপনাকে সঠিক ট্রেকিং নাম্বার এবং পিন নাম্বার দিতে হবে।

তারপরে আপনি সাবমিট করলেই আপনার আবেদনের অগ্রগতি সম্পর্কে আপনাকে জানাবে।সেখানে আবেদনটির কয়টি ধাপ সম্পন্ন হয়েছে সেগুলো সবুজ দেখা যাবে এবং যে ধাপগুলো এখনো সম্পূর্ণ হয়নি সেগুলো লাল দেখা যাবে। এভাবেই আপনি আপনার মিটার আবেদনের অনুসন্ধান করতে পারবেন।
পল্লী-বিদ্যুৎ-মিটার-আবেদন-অনুসন্ধান
পল্লী-বিদ্যুৎ-মিটার-আবেদন-অনুসন্ধান
পল্লী-বিদ্যুৎ-মিটার-আবেদন-অনুসন্ধান
পল্লী-বিদ্যুৎ-মিটার-আবেদন-অনুসন্ধান
পল্লী-বিদ্যুৎ-মিটার-আবেদন-অনুসন্ধান

পল্লী-বিদ্যুৎ-মিটার-আবেদন-অনুসন্ধান

নতুন মিটার আবেদন অনুসন্ধানের প্রয়োজনীয় বিষয়

নতুন মিটার আবেদন অনুসন্ধানের প্রয়োজনীয় বিষয় জানা থাকলে মিটার আবেদন অনুসন্ধান করতে সহজ হয়। মিটার আবেদন অনুসন্ধানের জন্য কিছু কাগজপত্র এবং তথ্যের প্রয়োজন হয়। যেগুলো সঠিকভাবে প্রদান করলে আবেদন পত্র অনুসন্ধান সঠিক হয়। আবেদনপত্র অনুসন্ধানের জন্য কি কি তথ্য বা কাগজপত্র প্রয়োজন হবে তা সম্পর্কে জেনে নিন।
  • ট্রেকিং আইডি নাম্বারঃ মিটার আবেদন অনুসন্ধানের জন্য অবশ্যই ট্রাকিং আইডি নাম্বার প্রয়োজন হবে। এই নাম্বারটি আপনি যখন নতুন মিটার আবেদন করেছেন তখন প্রদান করা হয় বা রিসিভ দেওয়া হয় যেখানে ট্র্যাকিং আইডি নাম্বার থাকে। এই ট্রাকিং নাম্বার ছাড়া অনলাইন আবেদনের স্ট্যাটাস বা তথ্য খোঁজা সম্ভব নয়।
  • পিন নাম্বারঃ অনলাইনে মিটার আবেদনের অনুসন্ধান করার জন্য অবশ্যই পিন নাম্বারের প্রয়োজন পড়বে। এই পিন নাম্বারটিও মিটার আবেদন করার সময় আপনাকে দেওয়া হবে।
  • জাতীয় পরিচয় পত্রঃ অনেক সময় অনলাইনে মিটার আবেদন অনুসন্ধানের জন্য জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়। তাই আবেদন অনুসন্ধান করার ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র সঙ্গে রাখুন।
  • মোবাইল নাম্বারঃ আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল অনেক সময় তাও ভেরিফিকেশন এর জন্য প্রয়োজন হয়। তাই সঠিক মোবাইল নম্বরটি সঙ্গে রাখুন।
  • আবেদনের তারিখঃ আবেদনের তারিখ জানা থাকলে অনুসন্ধান করতে সহজ হয়।
  • সঠিক ওয়েবসাইটের তথ্যঃ সঠিক ওয়েবসাইট সম্পর্কে না জানলে আপনি তথ্য অনুসন্ধান করতে পারবেন না। সে ক্ষেত্রে আপনি http://www.reb.gov.bd (পল্লী বিদ্যুৎ বোর্ড অফিসিয়াল সাইট) ওয়েবসাইট বা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এর মাধ্যমে তথ্য অনুসন্ধান করতে পারেন।

আবেদন নাম্বার দিয়ে কিভাবে অনুসন্ধান করবেন

বর্তমানে পল্লী বিদ্যুৎ মিটার সংযোগের জন্য যেমন আবেদন করা যায় তেমনি সেই আবেদন কি পর্যায়ে আছে সেটাও অনলাইন অনুসন্ধানের মাধ্যমে জানা যায়। আবেদন নাম্বার দিয়ে কিভাবে তথ্য অনুসন্ধান করবেন বা আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে তা দেখবেন তার নিয়ম নিচে দেয়া হলো-
  • প্রথমে আপনাকে পল্লী বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে  http://www.reb.gov.bd প্রবেশ করতে হবে।
  • তারপর আবেদন অপশনে গিয়ে আবেদন অনুসন্ধান অপশনে ক্লিক করুন।
  • তারপর Tracking ID বা আবেদন নাম্বার এবং পিন নাম্বার দিন।
  • এরপর Submit বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার মিটার আবেদনের অবস্থা স্ক্রিনে দেখা যাবে।

মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা

বাংলাদেশের প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধির ফলে নতুন নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে এবং সেখানে বিদ্যুৎ সংযোগ এর প্রয়োজন হচ্ছে। অনেক সময় আমরা মিটার আবেদনের জন্য ফরম জমা দিয়ে থাকি কিন্তু সেটা কি পর্যায়ে আছে আমরা বুঝতেই পারি না। আমরা এখন জানব মিটার আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে কি কি জানা জরুরী।
  • আপনি প্রথমে জানতে পারবেন আবেদন পত্র দেওয়ার পর আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা। অনলাইনে দেখা যাবে Application Received আবেদনপত্র গ্রহণ করা হয়েছে।
  • ঠিকানা বা জমির কাগজপত্র যাচাইয়ের জন্য অফিস থেকে তদন্ত করা হয়। তখন অনলাইনে দেখাবে Under Verification বা তদন্তাধীন।
  • যদি কোন তথ্য দিতে ভুল হয় বা কাগজপত্র অসম্পূর্ণ বা ভুল থাকে তাহলে অনলাইন স্ট্যাটাসে দেখাবে Document Incomplete বা তথ্য অসম্পূর্ণ। সে ক্ষেত্রে অফিসে যোগাযোগ করে সমস্যা সমাধান করতে হবে।
  • আবেদনের সবকিছু সঠিক থাকলে অনলাইন স্ট্যাটাসে দেখাবে Approved বা অনুমোদিত। অর্থাৎ মিটার সংযোগের জন্য আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে।
  • অনুমোদনের পর মিটার ইস্যু হলে অনলাইনে দেখাবে Meter Issued বা মিটার ইস্যু হয়েছে।
  • মিটার বসানোর কাজ শেষ হলে স্ট্যাটাস আসবে Connection Completed সংযোগ সম্পূর্ণ হয়েছে।

পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা

বর্তমানে আমাদের বিদ্যুৎ ছাড়া জীবনযাত্রা পরিচালনা করা খুবই কঠিন। কারণ বর্তমানে সবকিছুই বিদ্যুতের দ্বারা চালিত হয়ে আসছে। এক কথায় বলা যায় বিদ্যুৎ ছাড়া আমাদের এখন জীবনযাপন করা খুব মুশকিল। যেহেতু বিদ্যুৎ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই পল্লী বিদ্যুৎ আবেদনের সবকিছু সম্পর্কে বিস্তারিত জানা খুবই প্রয়োজন। আমরা এখন পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানব।

আপনাকে প্রথমে পল্লী বিদ্যুতের জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে। তারপর আপনার আবেদনটি গ্রহণ করা হবে। সেই সময় আপনি অনলাইনে দেখলে দেখতে পাবেন আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। তারপর জমির মালিকানা, ঠিকানা এবং তথ্য যাচাইয়ের জন্য তদন্ত দল গঠন করা হবে। যারা আপনার তথ্যগুলো যাচাই করে দেখবে যে তথ্যগুলো সঠিক আছে কিনা। এ সময় অনলাইনে আপনি তদন্তনাধীন দেখতে পাবেন।

যদি আপনার সকল তথ্য সঠিক না হয় বা কোন ডকুমেন্ট কম থাকে সে ক্ষেত্রে আপনাকে না মোবাইলের মাধ্যমে বা এসএমএস এর জানানো হবে। সে সময় আপনি অনলাইনে দেখতে পাবেন তথ্য অসম্পূর্ণ রয়েছে। সঠিক তথ্য প্রদান করার পর আপনার আবেদনটি অনুমোদন দেয়া হবে। সেসময় আমি অনলাইনে অনুমতি তো দেখতে পাবেন। তারপর মিটার ইস্যু করা হলে আপনাকে মিটার সংগ্রহ করতে বলা হবে। তখন আপনি অনলাইনে দেখতে পাবেন মিটার ইস্যু করা হয়েছে।

মিটার লাগানোর কাজ শেষ হলে আপনার পল্লী বিদ্যুৎ আবেদনটি সম্পূর্ণ হল। তখন আপনি অনলাইনে দেখতে পাবেন সংযোগ সম্পূর্ণ হয়েছে। তবে আপনার যদি তথ্য দিতে অনেক বেশি ভুল হয় অথবা ডকুমেন্টে অনেক বেশি ভিন্নতা দেখা যায় তাহলে আপনার আবেদনটি বাতিল করা হবে। সে ক্ষেত্রে আপনি অনলাইনে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন রিজেক্টটেড বা আবেদনটি বাতিল করা হয়েছে। সে ক্ষেত্রে পুনরায় আপনাকে চেষ্টা করতে হবে।

অনলাইন ট্রেকিং লিংক ও ওয়েবসাইট

আপনারা যারা পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করতে চান তারা কোন ওয়েবসাইট এর মাধ্যমে অনুসন্ধান করলে সঠিক তথ্য পাবেন তা সম্পর্কে জানেন না তাদের জন্য আজকে আমরা অনলাইনে ট্রাকিং লিংক এবং ওয়েবসাইট সম্পর্কে বলবো। কারণ আপনি যদি সঠিক ওয়েবসাইটে বা লিংকে প্রবেশ করতে না পারেন তাহলে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভ্রান্তিতে পড়তে হতে পারে। তাই সঠিক তথ্য যাচাই করে সঠিক ওয়েবসাইট এ মিটার আবেদনের তথ্য অনুসন্ধান করুন।
 
মিটার আবেদনের তথ্য অনুসন্ধানের জন্য আপনারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.reb.gov.bd গিয়ে আবেদনের তথ্য অনুসন্ধান করতে পারেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্ভিস পোর্টাল হিসেবে একটি ওয়েবসাইট https://services.bpdb.gov.bd/ রয়েছে। যেখানে গিয়ে আপনারা অনলাইন আবেদন ও স্ট্যাটাস চেক করতে পারবেন। ভুল ওয়েবসাইটে ঢুকে বিভ্রান্ত হবেন না।আবেদনের সময় অফিস থেকে দেওয়া ট্রাকিং নাম্বার ও পিন নাম্বার ভালোভাবে সংরক্ষণ করুন।

এসএমএস অনুসন্ধান

যাদের কাছে ইন্টারনেট সুবিধা নেই তারা মোবাইল এসএমএসের মাধ্যমে খুব সহজেই পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। তবে কিছু কিছু এলাকায় এসএমএস সেবা চালু নেই সেখানে এসএমএস এর মাধ্যমে তথ্য পাওয়া যাবে না। যেসব এলাকায় এসএমএস সেবা চালু আছে সে সকল এলাকায় তারা এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণের তারিখ, তথ্য যাচাই চলছে কিনা, মিঠার ইস্যু হয়েছে কিনা, সংযোগ সম্পন্ন হয়েছে কিনা অথবা কাগজপত্র বা তথ্যে কোন ত্রুটি আছে কিনা সকল কিছু সম্পর্কে জানতে পারবেন। 

এজন্য আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম বা ফরমেট ফলো করতে হবে। প্রথমে আপনাকে PBREB <space> Application ID দিতে হবে। উদাহরণ PBREB 123456789 এমনটা হতে পারে। তারপর সেই sms-টি পাঠিয়ে দিন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্ধারিত নাম্বার অথবা ১৬২২২ জাতীয় সরকারি নাম্বারে। ফিরতি এস এম এস এ আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে তা জানানো হবে। এভাবে আপনি এসএমএস এর মাধ্যমে মিটার আবেদনের সর্বশেষ তথ্য সম্পর্কে জানতে পারবেন।

মিটার পেতে দেরি হওয়ার কারণ

অনেক সময় মিটার পেতে দেরি হয়ে থাকে। তবে এর পিছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। যেমন অনেক সময় আমাদের তথ্য ও কাগজপত্র (জমির কাগজপত্র, জাতীয় পরিচয় পত্র বা হোল্ডিং নাম্বার) এ ভুল হয়ে থাকে। এক্ষেত্রে অফিস থেকে বারবার তথ্য যাচাই করতে থাকে, এতে অনেক বেশি সময় ব্যয় হয় ।তখন আমাদের মিটার পেতে দেরি হয়ে যায়। অনেক সময় আবেদনটি মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হলে টিম সময় মত না যাওয়ার কারণে অথবা এলাকা ভেদে তদন্ত বিলম্ব হয়। সে ক্ষেত্রেও মিটার পেতে দেরি হয়।

অনেক সময় নতুন মিটার মজুদ থাকে না বা মিটার সরবরাহে ঘাটতি থাকে সে ক্ষেত্রে মিটার অনুমোদন হলেও মিটার পেতে দেরি হয়। আবার কোন এলাকায় একইসঙ্গে অনেকগুলো মিটার আবেদন জমা পরলে সিরিয়াল অনুযায়ী  দিতে গিয়ে মিটার দিতে দেরি হয়। মিটার ফি বা অন্যান্য চার্জ সময় মতো পরিশোধ না করলে আবেদন প্রক্রিয়া আটকে যায় বা কিছুদিনের জন্য কাজ বন্ধ থাকে। সে ক্ষেত্রেও মিটার পেতে দেরি হয়। 

কখনো কখনো বিদ্যুৎ অফিসে প্রযুক্তিগত সমস্যা (সিস্টেম ডাউন) বা প্রশাসনিক জটিলতা দেখা দেয়।এর ফলে আবেদন কার্যক্রম দেরিতে সম্পন্ন হয়। আবার কিছু বিশেষ ক্যাটাগরির আবেদন (যেমন: বাণিজ্যিক মিটার, বড় লোডের আবেদন) অতিরিক্ত যাচাইয়ের আওতায় পড়ে, তাই সময় বেশি লাগে।যদি আপনার মিটার পেতে দেরি হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলো সমাধান করতে পারলেই আপনি দ্রুত মিটার পেতে পারেন।

মিটার পেতে দেরি হলে করণীয়

পল্লী বিদ্যুৎ মিটার পেতে দেরি হলে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন স্ট্যাটাস চেক করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট বা এসএমএসের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন আবেদন কোন পর্যায়ে রয়েছে। এরপর সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করে আবেদনের বর্তমান সমস্যার সমাধান করতে হবে। সে ক্ষেত্রে অফিসের ঠিকানা ও ফোন নাম্বার জেনে রাখুন যাতে ফোনের মাধ্যমে সহজেই আপনি আপডেট নিতে পারেন।

অনেক সময় তথ্য বা কাগজপত্রের ঘাটতির কারণে আবেদন আটকে থাকতে পারে, তাই জমির দলিল, জাতীয় পরিচয়পত্র (NID), ট্যাক্স রশিদসহ সকল প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই করে দেখতে হবে। যদি কোনো বকেয়া ফি বা চার্জ বাকি থাকে, তবে দ্রুত তা পরিশোধ করতে হবে। এছাড়া দেরি হলে অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা মিটার সংযোগ বিভাগের কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করতে হবে। 

যদি সবকিছু সঠিক থাকার পরও আবেদন প্রক্রিয়ায় অনেক বেশি দেরি হয়, তবে লিখিতভাবে অনুরোধ বা অভিযোগ পত্র জমা দিতে পারেন। অনেক সময় অনলাইন সিস্টেমে ত্রুটি থাকার কারণে মিটার পেতে দেরি হয়ে থাকে, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মিটার সংযোগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব। 

পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন

অনেক সময় দেখা যায়, পল্লী বিদ্যুৎ মিটার ঠিকমতো কাজ করছে না, রিডিং সঠিক আসছে না বা কোনোভাবে মিটার নষ্ট হয়ে গেছে। এ ধরনের সমস্যায় পড়লে দেরি না করে দ্রুত মিটার পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। মিটার পরিবর্তনের জন্য আপনাকে প্রথমে নিকটস্থ পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে যোগাযোগ করতে পারেন।

অফিস থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করে আবেদনপত্র পূরণ করতে হবে এবং সঙ্গে লাগবে জাতীয় পরিচয়পত্র, মিটারের গ্রাহক নম্বর, সর্বশেষ বিদ্যুৎ বিলের কপি এবং জমির কাগজপত্র (যদি প্রয়োজন হয়)। আবেদন জমা দেওয়ার পর অফিস থেকে সরেজমিন তদন্ত করে নিশ্চিত করা হবে যে মেয়েটার নষ্ট হয়েছে বা পুনরায় মিটারের প্রয়োজন। 

তারপর প্রয়োজন অনুযায়ী নতুন মিটার দেওয়া হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, পুরনো বা ত্রুটিপূর্ণ মিটার থাকার কারণে অতিরিক্ত বিল আসে কিংবা বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেয়, তাই মিটার পরিবর্তনের জন্য সময়মতো ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। বর্তমানে কিছু অঞ্চলে অনলাইনেও মিটার পরিবর্তনের আবেদন করার সুযোগ রয়েছে, যার মাধ্যমে আপনি অনলাইনে খুব সহজেই নতুন মিটারের আবেদন করতে পারবেন। 

তাই যদি আপনার মিটারে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসে যোগাযোগ করুন এবং ঝামেলামুক্ত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করুন। নতুন মিটার আবেদনের জন্য কিভাবে আবেদনটি লিখবেন সেটা অনেকেই বুঝতে পারেন না। তাই আপনাদের সুবিধার্থে আবেদন করার জন্য একটি ডেমো দিয়ে দিলাম, যেটা দেখে আপনাদের তথ্য দিয়ে খুব সহজেই আবেদন করতে পারবেন।

তারিখঃ.......................

বরাবর

মাননীয় মহাব্যবস্থাপক

(পল্লী বিদ্যুৎ সমিতির নাম)

(অফিসের ঠিকানা)

বিষয়ঃ মিটার পরিবর্তনের জন্য আবেদন

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি (আপনার নাম), (আপনার ঠিকানা)।আমি আপনার পল্লী বিদ্যুৎ সমিতির একজন নিয়মিত গ্রাহক। আমার মিটার নাম্বার হলঃ................... এবং বিদ্যুৎ সংযোগ নাম্বার হলোঃ...........................। বর্তমানে আমার বিদ্যুৎ মিটারটি ত্রুটিযুক্ত বা সঠিকভাবে কাজ করছে না বলে(আপনার সমস্যাটি উল্লেখ করুন)।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন আমার মিটারটি দ্রুত পরিবর্তনের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন এবং দ্রুত নতুন মিটার প্রদান করে সহযোগিতা করবেন। আশা করি আবেদনটি গ্রহণ করে বাধিত করবেন।

বিনীত নিবেদক

(আপনার নাম)

(আপনার ঠিকানা)

(মোবাইল নাম্বার)

লেখক এর মন্তব্যঃ পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি আপনারা মনোযোগ দিয়ে পড়েছেন। অনলাইনে মিটার আবেদন করার সময় অথবা অনুসন্ধান করার সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করবেন। কারণ ভুল তথ্য প্রদান করলে আপনাদের বিভ্রান্তিতে পড়তে হতে পারে অথবা মিটার পেতে অনেক দেরি হতে পারে। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বঙ্গ টিপস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url