পকেট রাউটার কিভাবে কাজ করে- জানুন ছোট ডিভাইসের বড় ম্যাজিক
পকেট রাউটার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনারা অনেকেই বিস্তারিত জানতে চান।যেহেতু বর্তমানে সবকিছুই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে তাই দৈনন্দিন কাজকর্ম থেকে বিনোদনসহ সবসময় আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়।

পেজ সূচিপত্রঃ পকেট রাউটার কিভাবে কাজ করে
- পকেট রাউটার কিভাবে কাজ করে
- পকেট রাউটার কি
- ভালো কিছু পকেট রাউটারের নাম
- পকেট রাউটার কি এমবি ভরতে হয়
- গ্রামীণফোন পকেট রাউটার দাম
- এয়ারটেল পকেট রাউটারের দাম
- রবি পকেট রাউটারের দাম
- 4G পকেট রাউটার দাম ২০২৫
- 5g পকেট রাউটার দাম ২০২৫
- ৫০০ টাকার পকেট রাউটার
- পকেট রাউটার price in Bangladesh
- পকেট রাউটার মাসিক খরচ
- লেখকের মন্তব্যঃ পকেট রাউটার কিভাবে কাজ করে
পকেট রাউটার কিভাবে কাজ করে
পকেট রাউটার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে অনেকেই জানতে চান। আমরা কোন কিছু
জানার জন্য গুগলের সার্চ করি বা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তাই
আমাদের সব সময় ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হয়। আর ইন্টারনেট
কানেকশনের সব থেকে সহজ সমাধান হলো পকেট রাউটার বা পকেট ওয়াইফাই।
পকেট রাউটার গুলো ৩জি বা ফোরজি কানেকশন তৈরি করতে পারে। আমরা বাড়িতে বা
অফিসে যেভাবে ওয়াইফাই কানেকশন ব্যবহার করি এটাও মোটামুটি একই
রকম। বাড়ির ওয়াইফাই এবং পকেট ওয়াইফাই এর মধ্যে পার্থক্য হচ্ছে বাইরের
ওয়াইফাই আমরা কোথাও যাওয়ার সময় সঙ্গে নিতে পারি না কিন্তু পকেট ওয়াইফাই আমরা
যেখানে যাই সঙ্গে নিতে পারি।
পকেট রাউটার সাধারণত ১০ থেকে ১৫ মিটার এলাকায় ওয়াইফাই কানেক্ট করতে
পারে। এতে কোন সংযোগ বা সফটওয়্যার কানেক্ট করার প্রয়োজন হয়
না। আপনার ব্যবহারের জন্য শুধু একটা সুইচ অন করতে হয় এবং নির্দেশনা
অনুযায়ী ব্যবহার করতে হয়। এটা অনেকটা মোবাইল হটস্পট এর মত কাজ
করে। এটা ব্যবহারের জন্য সিম কার্ডের সঙ্গে পকেট রাউটার এর সংযোগ করে দিতে
হয়।
এমন অনেক কোম্পানি রয়েছে যারা লক করা পকেট রাউটার বিক্রি করে থাকে। এই পকেট
রাউটার লক হওয়ার কারণে ওই রাউটারের শুধু নির্দিষ্ট সিম ব্যবহার করা যায়। এতে
খরচের পরিমাণ অনেক বেড়ে যায়। পকেট রাউটার কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে
হবে যেন রাউটারটি লক না থাকে। এতে আপনি নিজের ইচ্ছামত যে কোন সিম ব্যবহার
করতে পারবেন।
পকেট রাউটার কি
পকেট রাউটার কি সেটা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না। রাউটার হল এমন
একটি যন্ত্র যার ছোট মোবাইল ব্যাটারির মতো দেখতে। এটা ওজনে খুবই হালকা হয়
তাই সহজে বহনযোগ্য। এটার কাজ হচ্ছে মোবাইল, ট্যাবলেট, ক্যামেরা বা অন্য কোন
ডিভাইজে ইন্টারনেট কানেকশন দেয়া। পকেট রাউটার হালকা হওয়ার কারণে এটা সহজেই
এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায় এবং ভ্রমনে বা বিভিন্ন জায়গায়
যাওয়ার ক্ষেত্রে এটা খুবই কার্যকরী।
পকেট রাউটার দিয়ে একই সাথে ১০ বা তারও বেশি মোবাইলে ইন্টারনেট কানেক্ট করা
যায়। আবার এটা পাসওয়ার্ড দিয়ে সিকিউর রাখা যায়। এতে শুধুমাত্র আপনি
নিশ্চিত ভাবে ব্যবহার করতে পারবেন। অনেক সময় আমরা ঘুরতে বের হই বা বিজনেস
টূরে এটেন্ড করা লাগে সে সময় আমরা পকেট রাউটার ব্যবহার করতে পারি। কারণ
অনেক জায়গায় নেট কানেকশন থাকলেও সেগুলো সব সময় নিরাপদ থাকে না। তাই সে
ক্ষেত্রে আপনারা নিরাপদ নেট কানেকশনের জন্য পকেট রাউটার ব্যবহার করতে পারেন।
ভালো কিছু পকেট রাউটারের নাম
পকেট রাউটার সাধারণত তার আকার কাজের ধরন উপযোগিতা এবং মূল্যের উপর নির্ভর করে
বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোন কোন পকেট রাউটার আকারে একটু বড় হয় আবার কিছু
কিছু পকেট রাউটার আকারে একেবারেই ছোট হয়। কিছু কিছু পকেট রাউটারের
বৈশিষ্ট্য অনেক উন্নত হয়। আবার অনেক রাউটারের সঙ্গে চার্জ নাদেওয়ার জন্য
পাওয়ার ব্যাংক থাকে। এরকম অনেক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে পকেট রাউটার
বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন-
- TP-Link M7350
- Olax MF980 VS 4G LTE Pocket Router
- Olax MF982 4G Pocket Router
- Jio WD680 Plus LTE Pocket Router
- Huawei Mobile Wifi 3s (E5576-320)
- Huawei 5G Mobile Wifi Pro E6878-370
- Vemo E5783 Plus 4G+5G Pocket Router
- TP-Link M7450
- TP-Link M7200
- Joifi MF800 4G Pocket Router
পকেট রাউটার কি এমবি ভরতে হয়
বর্তমান সময়ে সবাইকে প্রযুক্তির সাথে খাপ খেয়ে চলতে হয়। যেহেতু বর্তমান
যুগ হল প্রযুক্তির যুগ। আর দিন দিন প্রযুক্তি অনেক উন্নত হচ্ছে তার সাথে
সাথে ইন্টারনেট ব্যবহারও বেড়েই চলেছে। আই আমাদের কাজের ক্ষেত্রে অথবা
বিনোদনের ক্ষেত্রে সব সময় ইন্টারনেটের প্রয়োজন হয়। আর ইন্টারনেট
ব্যবহারের সব থেকে সহজ সমাধান হলো পকেট রাউটার।
রাউটার বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোন কোন পকেট রাউটারে প্রিপেইড
সিস্টেম রয়েছে যেমন প্রথমেই এমবি ভরে নিতে হবে তারপর মোবাইলে
ইন্টারনেট কানেকশনের মাধ্যমে পকেট রাউটার ব্যবহার করা যাবে। আবার অনেক রাত
হয়েছে যেখানে প্রথমে আপনি ইন্টারনেট পারবেন তারপর তারপর আপনি কতটুকু
ইন্টারনেট ব্যবহার করলেন তারপর নির্ভর করে আপনাকে বিল পেমেন্ট করতে হবে। তবে
অবশ্যই আপনাকে পকেট রাউটার ব্যবহার করার ক্ষেত্রে এমবি খরচ করতে হবে।
গ্রামীণফোন পকেট রাউটার দাম
পকেট রাউটার হল আমাদের বাসায় ব্যবহৃত বা অফিসে ব্যবহৃত ওয়াইফাই রাউটারেরই
একটি ছোট ভার্সন। এই রাউটারটি ছোট হওয়ার কারণে সহজে গ্রহণযোগ্য এবং এক
জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এটি খুবই কার্যকরী। এর আরো একটি
বিশেষ তথ্য হলো একসঙ্গে অনেক কয়টি মোবাইল এই ওয়াইফাই এর দ্বারা বা পকেট
রাউটারের দ্বারা চালানো যায়।
এর বিভিন্ন ধরনের গুণাবলীর কারণেই আপনারা অনেকেই গ্রামীণফোন পকেট রাউটারের
দাম সম্পর্কে জানতে চান। একটি ফোরজি গ্রামীণফোন পকেট রাউটার এর দাম মাত্র
২৯৯৯/- টাকা। এই রাউটারের মাধ্যমে আপনারা ফোরজি ইন্টারনেট কানেক্ট করতে
পারবেন। এই রাউটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে গ্রামীণফোন ওয়েবসাইট
বা এই লিংকে gpoffers,co/4g-pocket-route গিয়ে দেখতে পারেন।
এয়ারটেল পকেট রাউটারের দাম
পকেট রাউটার হিসেবে এয়ারটেল পকেট রাউটার আপনাদের অনেকেরই পছন্দের তালিকায়
রয়েছে।এয়ারটেল পকেটে রাউটারটির ১০ টি ডিভাইসের সঙ্গে ইন্টারনেট কানেক্ট করা
যায়। এই রাউটারটিতে রয়েছে ফোরজি ওয়াইফাই সুবিধা। ১৫০০
এম্পিয়ার ব্যাটারির কারণে এই রাউটারটি থেকে পরিবেশ এবং নেটওয়ার্কের উপর
নির্ভর করে আপনি ৬ ঘন্টা সার্ভিস নিতে পারবেন এবং ৩০০ ঘন্টা স্ট্যান্ড বাই
টাইম ধরে চলতে থাকে।
আপনার মোবাইলটি থ্রিজি হলেও আপনি এই রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেট সুবিধা
পেতে পারবেন। বর্তমানে এই রাউটারটির দাম প্রায় ৩ হাজার ৮৫০
টাকা। ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনি এই রাউটারটি স্বাচ্ছন্দে ব্যবহার
করতে পারেন। এই ফোরজি পকেট ওয়াইফাই রাউটারটির মডেল নাম্বার হল E5573।
রবি পকেট রাউটারের দাম
রবি পকেট রাউটারের সর্বনিম্ন মূল্য হল ১৮০০/- টাকা। এ রাউটারটিতে রয়েছে
২১০০ এম্পিয়ার ব্যাটারি।এই রাউটারটি মূলত ৪জি এলটিই এবং ২.৪জি ইন্টারনেট
সাপোর্ট করে। এই রাতের মাধ্যমে আটজন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে
পারবেন। কোন ঢাল ছাড়া এই রাউটারটি ৪০ মিটার এলাকা জুড়ে সাপোর্ট দিতে
পারে।
এই রাউটারটির মডেল হল xtra pr50 4g lte। আপনারা চাইলে কম দামের মধ্যে
এই রাউটারটি পকেট রাউটার হিসেবে ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আপনারা যে
কোন জায়গায় ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারেন। এই রাউটারটি হালকা হয়
সহজে বহন করা যায়। ব্যাটারি ক্যাপাসিটি ভালো হয় এই রাউটারটি দীর্ঘ
সময় নমনীয়ভাবে ব্যবহার করা যায়।
4G পকেট রাউটার দাম ২০২৫
ফোরজি পকেট রাউটারের দাম সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানিনা। বিভিন্ন ধরনের
ক্যাটাগরি অনুযায়ী অথবা বৈশিষ্ট্য অনুযায়ী ৪জি পকেট রাউটারের দাম বিভিন্ন রকমের
হয়ে থাকে। আজকের আর্টিকেলের মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন
ধরনের ফোরজি পকেট রাউটারের দাম কেমন হয়ে থাকে। চলুন তাহলে সে সম্পর্কে বিস্তারিত
জেনে নেই।
TP-Link M7200 4G Pocket Router
এই পকেট রাউটারটি আপনি ৩০০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে বাংলাদেশে
পেয়ে যাবেন। এই পকেট থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট করে।
TP-Link M7200 এই পকেট রাউটারটি ১৫০ এমবিপিএস আপলোড সাপোর্ট করে। আপনি
এই রাউটারটি মাইক্রো ইউএসবি চার্জার দিয়ে কাজ দিতে পারবেন। এই রাউটারটিতে
২০০০ এম্পিয়ার ব্যাটারী থাকার কারণে আপনি চার ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতে
পারবেন।
Joifi MF800 4G Pocket Router
এই পকেট রাউটারটি আপনি বাংলাদেশী টাকায় ২২০০ থেকে ২৬০০ টাকার মধ্যে পেয়ে
যাবেন। ব্যাটারি ক্যাপাসিটি ২১০০ এম্পিয়ার যা আপনাকে ৬ ঘন্টা ইন্টারনেট
সংযোগে সহযোগিতা করবে। আপনি এই রাউটারটির মাধ্যমে ৩০০ এমবিপিএস স্পিডে
ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই রাউটারটিতে মেমোরি কার্ড যুক্ত করার
সিস্টেম রয়েছে যেখানে আপনি মেমোরি কার্ড অন্তত ৩২ জিবি যুক্ত করতে
পারবেন।
Olax MF980 VS 4G LTE Pocket Router
এই পকেট রাউটারটি আপনি ৩০০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এই Olax MF980 VS
4G LTE Pocket Router রাউটারটি ফোর জি নেটওয়ার্ক কাভারেজ করে। এই
রাউটারটির ইন্টারনেট স্পিড অন্য রাউটারের তুলনায় অনেক বেশি। এই রাউটারেও
রয়েছে ২১০০ এম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। যা আপনাকে ১০ ঘন্টা পর্যন্ত
ইন্টারনেট সাপোর্টের সহযোগিতা করবে। তাই এই পকেট রাউটারটি অন্যান্য রাউটারের
তুলনায় অনেক বেশি কার্যকরী।
Olax MF982 4G Pocket Router
বাংলাদেশে এই পকেট রাউটারটির মূল্য ৪ হাজার থেকে ৪২০০ টাকা পর্যন্ত। এই
গানটা দিয়ে একটি জনপ্রিয় ফিচার হলো সর্বোচ্চ ১৫ মিটার দূর থেকেও এই সঙ্গে
ইন্টারনেট কানেক্ট করা যায়। এই রাউটারটির ব্যাটারি ক্যাপাসিটি অনেক
বেশি। এই নাম্বারটিতে আপনি তিন হাজার এম্পিয়ার ব্যাটারী পেয়ে যাবেন যা
আপনাকে ১২ ঘন্টা পর্যন্ত ইন্টারনেট সাপোর্ট দিবে। এমনকি আপনি এই রাউটারটির
মাধ্যমে ১০ জন একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
Jio WD680 Plus LTE Pocket Router
এ রাউটারটি আপনি বাংলাদেশী টাকায় ১৭০০ থেকে ২২০০ টাকার মধ্যে পেয়ে
যাবেন। এই রাউটারটিতে আপনি ৩২ জিবি মেমোরি যুক্ত করতে পারেন। আপনি
ফোরজি ইন্টারনেটের পাশাপাশি এই রাউটারটির মাধ্যমে ৩০০ এমবিপিএস
স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই রাউটারটির ব্যাটারি রয়েছে
২১০০ এম্পিয়ার যা আপনাকে ১০ ঘন্টা সাপোর্ট করবে।
5g পকেট রাউটার দাম ২০২৫
বর্তমানে বাংলাদেশের বাজারে ফোরজি এবং 5g ইন্টারনেট সাপোর্ট করে এরকম ধরনের
রাউটার অনেক রয়েছে। তবে সব রাউটারই ভালো হয়ে থাকে না। রাউটার কেনার
সময় অবশ্যই আপনাকে যাচাই-বাছাই করে কিনতে হবে। বর্তমান বাজারে
সবথেকে ভালো 5g ইন্টারনেট সাপোর্ট দেয় এমন রাউটার সম্পর্কে বিস্তারিত
আপনাদের জানাবো।
Vemo E5783 Plus 4G+5G Pocket Router
যেহেতু বর্তমানে সবাই ইন্টারনেট ব্যবহার করে। তাই আমাদের বিভিন্ন জায়গায়
যাওয়ার সময় ইন্টারনেটের খুব বেশি সমস্যা হয়। সে ক্ষেত্রে আমরা সহজ
সমাধান হিসেবে পকেট রাউটার ব্যবহার করে থাকি। বাংলাদেশের মধ্যে এই
রাউটারটি খুব ভালো ইন্টারনেট সাপোর্ট দিয়ে থাকে।এই রাউটারটি ফোরজি এবং 5g
ইন্টারনেট সাপোর্ট দেয়। এই রাউটারটি আপনারা বাংলাদেশের বাজারে ৩০০০ থেকে ৩৩০০
টাকার মধ্যে পেয়ে যাবেন।
এই রাউটারটির মাধ্যমে আপনারা ১০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট
ব্যবহার করতে পারবেন।নেটওয়ার্ক কভারেজ ভালো থাকার কারণে আপনি চাইলে দশ জন
ইউজার একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এছাড়াও এই ডিভাইসটির আরেকটি
ভালো গুণ হলো এই ডিভাইসটির মাধ্যমে আপনি ৫০ থেকে ১০০ মিটার দূর পর্যন্ত
ইন্টারনেট কভারেজ পাবেন। তাই আপনারা যদি ফাইভ-জি পকেট রাউটার নিতে চান
তাহলে অবশ্যই এটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন।
৫০০ টাকার পকেট রাউটার
এই ধরনের সুলোভ মূল্যে অনেকেই রাউটার খুঁজে থাকেন। জানা গেছে বর্তমানে এই ধরনের
রাউটারটি চীনা প্রযুক্তির একটি নির্মাতা প্রতিষ্ঠান তৈরি
করেছেন। বাংলাদেশে এই রাউটারটির প্রচলন কম। এই রাউটারটি আপনি
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেজেট গ্যাং ৭
এর ২৪০ নম্বর স্টলে পেয়ে যাবেন। আপনি এটি মোবাইল বা পিসির সঙ্গে
কানেকশন করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই রাউটারটি আপনাকে 37 ফিট পর্যন্ত ইন্টারনেট কভারেজ দিবে। আবার এর
সঙ্গে আপনারা অনেকেই একাধিক ডিভাইস কানেক্ট করতে পারবেন। আবার এই রাউটারে
রয়েছে রিমোট কন্ট্রোল সুবিধা। যেকোনো স্মার্টফোনের অ্যাপ্লিকেশন
ব্যবহার করে আপনি কম্পিউটার শাটডাউন করতে পারবেন। এর পাশাপাশি আপনারা
পাওয়ার পয়েন্ট কিংবা ফোন থেকে ডেক্সটপে ফাইল ট্রান্সফার করা
সুবিধা পেয়ে যাবেন। তাই আপনারা চাইলে সুলভ মূল্যে এই রাউটারটি কিনতে
পারেন।
পকেট রাউটার price in Bangladesh
বাংলাদেশের সাধারণত পকেট রাউটার গুলো ১৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে হয়ে
থাকে। তবে এর কোয়ালিটি অনুযায়ী কিছুটা কম বেশি হতে
পারে। সাধারণত দাম নির্ভর করে ব্র্যান্ড, স্পিড, ব্যাটারি
ব্যাকআপ এবং ফোরজি বা ফাইভ-জি সাপোর্ট এর উপরে। আপনারা এই পকেট
রাউটারগুলো অনলাইন বা অফলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। অনলাইনে বিভিন্ন
প্লাটফর্ম রয়েছে যেমন- Daraz, Pickaboo, TechLandBD, Ryans Computers এই
সকল সাইটগুলো থেকে পেয়ে যাবেন।
পকেট রাইটার | ব্র্যান্ড | স্পিড | দাম(প্রায়) | বৈশিষ্ট |
---|---|---|---|---|
TP-Link M7000 | TP-Link1 | 150Mbps | ৩৫০০ | 4G LTE, ব্যাটারি চলবে ৮ ঘণ্টা |
Mercusys MT110 | Mercusys | 150Mbps | ২৮০০ | 4G LTE, সুন্দর ডিজাইন, সহজ সেটআপ |
Huawei E5576-606 | Huawei | 150Mbps | ৩২০০ | 4G LTE, ব্যাটারি চলবে ৬ ঘণ্টা, হালকা ডিজাইন |
TP-Link M7200 | TP-Link | 150Mbps | ৩২০০ | 4G LTE, ব্যাটারি চলবে ৮ ঘণ্টা |
ZTE MF920U | ZTE | 150Mbps | ২৮০০ | 4G LTE, ওয়াই-ফাই শেয়ারিং, ১০ ঘণ্টা ব্যাটারি চলবে |
পকেট রাউটার মাসিক খরচ
পকেট রাউটারের মাসিক খরচ একেকজনের জন্য একেক রকম হতে পারে। কারণ এই খরচটা মূলত নির্ভর করে আপনি কোন প্যাকেজ ব্যবহার করছেন এবং কতটা ইন্টারনেট খরচ করছেন তার ওপর।আপনি যদি কম পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন যেমন তিন থেকে দশ জিবি তাহলে আপনার মাসিক খরচ আসবে ৩০০ থেকে ৭০০ টাকার মত। আমি যদি মাঝারি পরিমানে ইন্টারনেট ব্যবহার করেন যেমন ১০ থেকে ২০ জিবি সে ক্ষেত্রে আপনার ইন্টারনেটে খরচ আসবে ৭০০ থেকে ১২০০ টাকার মত। আপনি যদি প্রচুর পরিমাণ যেমন ২০ জিবি বা তারও অনেক বেশি সেক্ষেত্রে আপনার খরচ আসবে ১২০০+।
আপনি আপনার খরচ অনুযায়ী হিসাব করে বিভিন্ন ধরনের ইন্টারনেট প্ল্যান কিনতে পারেন।যেমন banglalink, রবি, গ্রামীণফোন, টেলিটক ইত্যাদি অপারেটর বিভিন্ন ধরনের পকেট রাউটার ডাটা প্যাক বিক্রি করে থাকেন। আপনি আপনার মাসিক ইন্টারনেট খরচ হিসাব করে এই ধরনের ডাটা প্যাক গুলো নিতে পারেন। কিছু কিছু ডাটা প্ল্যানে রোলওভার সুবিধা রয়েছে, সে ক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যবহার করার পর বাড়তি ইন্টারনেট রোলওভার করে খরচ কমাতে পারেন।
লেখকের মন্তব্যঃ পকেট রাউটার কিভাবে কাজ করে
পকেট রাউটার কিভাবে কাজ করে তা আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।যেহেতু পকেট রাউটার আমাদের দৈনন্দিন জীবনের ইন্টারনেট ব্যবহারকে আরও সহজ করে তোলে।এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য পকেট রাউটার সহজে বহনযোগ্য। তাই আপনারা আপনাদের বাজেট এবং পছন্দ অনুযায়ী পকেট রাউটার ব্যবহার করতে পারেন।
আপনি আপনার এই পছন্দের পকেট রাউটার কে বিভিন্ন অপারেটরের সিম দিয়ে ব্যবহার করতে পারেন। অর্থাৎ রাউটারের ভিতরে আপনি যে সিম প্রবেশ করাবেন সেই নেটওয়ার্কই তখন কাজ করবে। তাই আপনারা চাইলে আপনাদের পছন্দমত রাউটার এবং সিম ব্যবহার করতে পারেন। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।
বঙ্গ টিপস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url