নেটের জন্য কোন মোবাইল ভালো? জানুন ২০২৫ সালের সেরা ফোনগুলো
নেটের জন্য কোন মোবাইল ভালো এই প্রশ্নটি সবার মনে ঘুরপাক খায়। কারণ বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। যারা অনলাইনে ভিডিও দেখা, গেম খেলা অথবা ভিডিও ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ভালো নেট স্পিডের মোবাইল খুজছেন আজকের আর্টিকেলটি তাদের জন্য।

পেজ সূচিপত্রঃ নেটের জন্য কোন মোবাইল ভালো
- নেটের জন্য কোন মোবাইল ভালো
- ২০২৫ সালে নেটের জন্য সেরা মোবাইল-বিস্তারিত গাইড
- কোন মোবাইলে চার্জ বেশি থাকে
- ৪জি এবং ৫জি নেটের জন্য সেরা মোবাইল তালিকা
- নেটের গতি বাড়াতে মোবাইলে কি সেটিংস ব্যবহার করবেন
- মোবাইলে ভালো নেটওয়ার্ক পাওয়ার উপায়
- বাংলাদেশের সবচেয়ে ভালো মোবাইল কোনটি
- কোন মোবাইল কোম্পানির ফোন ভালো
- কোন ব্র্যান্ডের মোবাইল নেট স্পিডে এগিয়ে
- সমসাময়িক প্রশ্ন উত্তর
- লেখক এর মন্তবঃ নেটের জন্য কোন মোবাইল ভালো
নেটের জন্য কোন মোবাইল ভালো
নেটের জন্য কোন মোবাইল ভালো সে সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। নেটের
স্পিড ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মোবাইল কেনার সময় খেয়াল রাখতে হবে
মোবাইলটি যেন ৪জি অথবা ৫জি হয়ে থাকে। ফোন যদি ৪জি বা ৫জি না হয় তাহলে আপনি
যত দাম দিয়ে মোবাইল কিনেন না কেন নেটের স্পিড ভালো হবে না। আপনারা চাইলে
নিচের লিস্টের মধ্যে যেকোনো একটি মোবাইল পছন্দ করতে পারেন কারণ এই মোবাইলগুলোতে
নেট অনেক ভালো চলে।
- শাওমি ১১ প্রো(৫জি)
- অপ্পো রেনো ৭ প্রো
- স্যামসাং galaxy এম ৫২(৫জি)
- ওয়ানপ্লাস ৯ আরটি
- ওয়ানপ্লাস নর্ড ২
- অপ্পো রেনো ৭
- Vivo v 23 pro
- Vivo v 23
- শাওমি ১১ আই
- শাওমি রেডমি নোট ১০
- শাওমি রেডমি নোট ১০ এস
- রিয়েলমি ৮ প্রো
- Realme 8i
- স্যামসাং গ্যালাক্সি এম ৩২
- শাওমি রেডমি নোট ১১টি(৫জি)
- শাওমি রেডমি ১০ প্রাইম
আপনি উপরে উল্লেখিত মোবাইল গুলোর মধ্যে যেকোনো একটি মোবাইল ফোন পছন্দ করতে
পারেন। এই সকল মোবাইলগুলো নেটের জন্য খুবই ভালো। তবে উপরে উল্লেখিত সকল
মোবাইলের মধ্যে শাওমি মোবাইলের নেট সব থেকে ভালো চলে। তবে মোবাইল কেনার
সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মোবাইলের সিপিইউ ভালো এবং র্যাম বেশি হয়। তার
সঙ্গে অবশ্যই মোবাইলটি ৪জি অথবা ৫জি হতে হবে। আশা করি এখান থেকে আপনি আপনার
নিজের জন্য ভালো নেটের মোবাইলটি পছন্দ করতে পারবেন।
২০২৫ সালে নেটের জন্য সেরা মোবাইল-বিস্তারিত গাইড
২০২৫ সালে নেটের জন্য সেরা মোবাইল সম্পর্কে আপনারা অনেকেই বিস্তারিত জানতে
চান।আমরা আপনাদেরকে জানাবো ২০২৫ সালে এসে কোন মোবাইলটি নেটের জন্য সবথেকে ভালো
হবে। শুধু নেটই নয় মোবাইলে ভালো ক্যামেরা এবং এ টু জেড তথ্য সম্পর্কে
আপনাদেরকে বিস্তারিত জানাবো।
মোবাইল বাছাই এর পূর্বে অবশ্যই আপনাকে নিচের ফিচারগুলো খেয়াল রাখতে হবে তাহলে
আপনার মোবাইলে খুব ভালো নেট চলবে।
-
আজকাল ৪জি মোবাইল স্ট্যান্ডার্ড হলেও ৫জি সাপোর্ট ভবিষ্যতের জন্য
ভালো।
-
Band সাপোর্ট(যেমনঃ Band 3, Band 8, Band 40 ইত্যাদি যেগুলো
বাংলাদেশে চলে)।
-
ভালো প্রসেসর র্যাম বেশি দেখে মোবাইল কিনুন।
-
ওয়াইফাই ৬ বা ওয়াইফাই 5GHz সাপোর্ট করে এমন মোবাইল কিনুন যেন
আপনার মোবাইলটি হাই স্পিড ব্রডব্যান্ড সাপোর্ট করে।
২০২৫ সালে বাজেট অনুযায়ী সেরা মোবাইল তালিকা
অনেক সময় মোবাইল কেনার জন্য কারো বাজেট থাকে অনেক বেশি আবার কারো জন্য বাজেট
থাকে সীমিত। তাই আপনাদের জন্য বাজেট অনুযায়ী ভালো মোবাইলের তালিকা নিচে
দেওয়া হল যা থেকে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী মোবাইল পছন্দ করে নিতে
পারবেন। চলুন ২০২৫ সালের বাজেট অনুযায়ী সেরা মোবাইল তালিকা দেখে নিই-
-
১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যেঃ Samsung galaxy A05s, ইনফিনিক্স জিরো ৩০
৪জি।
-
১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যেঃ Redmi note 13, Realme narzo 60x
-
২৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যেঃ পকো এক্স৬ ৫জি, Samsung galaxy M14 5g
-
৪০ হাজার টাকার উপরেঃ OnePlus Nord CE 3, iPhone SE(2022)
কিভাবে বুঝবেন কোন মোবাইলের নেট পারফরম্যান্স ভালো
আপনি আপনার মোবাইলের নেট পারফরম্যান্স চেক করার জন্য স্পিড টেস্ট নামের অ্যাপ এ
ঢুকে আপনার মোবাইলের নেট স্পিড টেস্ট করতে পারেন। টাওয়ার থেকে দূরে
গিয়ে আপনার মোবাইলের নেটওয়ার্ক ক্যাচিং ক্ষমতা চেক করতে পারেন। ইউটিউব,
ফেসবুক বা ভিডিও কলে নেটের সমস্যা হচ্ছে কিনা চেক করে নিন। ইউজার
রিভিউ করুন বা you tube এ গিয়ে যে মোবাইলটি নিতে চাচ্ছেন সেটা রিভিউ দেখতে
পারেন। এভাবেই আপনি আপনার পছন্দের মোবাইলটি বাছাই করতে পারেন।
কোন মোবাইলে চার্জ বেশি থাকে
বর্তমান সময়ে আমরা সকলেই চাই যেন আমাদের মোবাইলের চার্জ বেশিক্ষণ সময়
থাকে। কিছু কিছু মোবাইল আছে যেগুলোর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো এবং
ব্যাটারির মানও অনেক ভালো। ব্যাটারির ব্যাকআপ ভালো হওয়ার কারণে মোবাইল সহজে
নষ্ট হয় না এবং চার্জ থাকে অনেক বেশি। চলুন এরকম কিছু মোবাইলের নাম
নিচে জেনে নিন।
- শাওমি রেডমি থ্রি এস
- শাওমি মি ম্যাক্স
- হুয়াওয়ে মেট ২০
- মটরলা মটো জি ৭ পাওয়ার
- Motorola moto e5 plus
- Motorola moto g8 plus
- এল জি এক্স পাওয়ার
- Blue Studio এনার্জি
- Motorola moto Z প্লে ড্রয়েড
- Asus আর ওজি
- iPhone
মোবাইলের ভালো ব্যাটারির ব্যাকআপ এর পাশাপাশি মোবাইলে কিভাবে চার্জ দিতে হয় সে
বিষয়েও আমাদের জানতে হবে। অনেক সময় আমরা এটা জানার চেষ্টা করি না যে
মোবাইলের চার্জ কিভাবে ইউজ করতে হয়। আমরা অনেক সময় মোবাইলের ১০০% চার্জ
হয়ে গেলেও চার্জার থেকে মোবাইল খুলি না। এতে মোবাইলের ব্যাটারি বসে যায় এবং
ক্ষয় হতে থাকে। আবার অনেক সময় আমরা মোবাইল চার্জে দিয়েই চালায়, এতেও
ব্যাটারির ক্ষতি হতে পারে।মোবাইল চার্জে দেওয়ার পর ১০০% চার্জ হওয়া
পর্যন্ত অপেক্ষা করুন।
৪জি এবং ৫জি নেটের জন্য সেরা মোবাইল তালিকা
আপনারা অনেকেই আপনাদের বাজেট অনুযায়ী ৪জি এবং ৫জি মোবাইল খুজে থাকেন। তবে
অনেক সময় অনেকের বাজেট ধরা বাধা থাকে বা একটি নির্দিষ্ট বাজেট থাকে তাই আমরা
বাজেট অনুযায়ী 4g এবং 5g নেটের মোবাইল সাজেস্ট করার চেষ্টা করব । এই মোবাইল
গুলোর নেটের স্পিড অনেক ভালো। আশা করি আপনাদের পছন্দ হবে।
যাদের বাজেট ১০ থেকে ২০ হাজার টাকা তারা এই মোবাইলগুলো দেখতে পারেন।
মোবাইলের নাম | বিবরণ | দাম(প্রায়) |
---|---|---|
Samsung Galaxy A05s | Snapdragon 680, 5000mAh, 4G LTE | ১৫,০০০ |
Infinix Note 30 4G | Helio G99, 5GHz WiFi, 45W Fast Charging | ১৬,৫০০ |
Realme Narzo 50 | Helio G96, 120Hz ডিসপ্লে, 4G | ১৭,০০০ |
Redmi 12 (4G) | Helio G88, Full HD+ ডিসপ্লে, 4G LTE | ১৪,৫০০ |
যাদের বাজেট ২০ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তারা নিচের মোবাইল
গুলো থেকে নিজের জন্য পছন্দ করতে পারেন।
মোবাইলের নাম | বিবরণ | দাম(প্রায়) |
---|---|---|
Redmi Note 13 5G | Dimensity 6100+, AMOLED, ৫জি | ২২,০০০ |
Samsung Galaxy M14 5G | Exynos 1330, 6000mAh ব্যাটারি | ২৪,০০০ |
Realme Narzo 60x 5G | Dimensity 6100+, Carrier Aggregation | ২১,০০০ |
Poco X6 5G | Snapdragon 7s Gen 2, 120Hz AMOLED | ৩৪,০০০ |
iQOO Z7 5G | Dimensity 920, AMOLED ডিসপ্লে | ২৫,০০০ |
নেটের গতি বাড়াতে মোবাইলে কি সেটিংস ব্যবহার করবেন
আপনারা হয়তো অনেকেই জানেন না যে মোবাইলের সেটিং চেঞ্জ করেও মোবাইলের নেটের গতি
বাড়ানো যায়। নেটের স্পিড কমে গেলে প্রথমে মোবাইলের সেটিং চেক করুন। আপনি
যদি একটু বুদ্ধি করে বা গুরুত্ব দিয়ে মোবাইল চালান তাহলে দেখবেন আপনার নেটের
স্পিড অনেক বেড়ে গেছে। চলুন নেটের স্পিড বাড়ানোর কিছু টিপস আপনাদের
সঙ্গে শেয়ার করি।
- নেটের স্পিড বাড়ানোর জন্য প্রথমে আপনাকে নেটওয়ার্ক মোড ঠিক করতে হবে। সেজন্য প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে। তারপর মোবাইল নেটওয়ার্ক অপশনে গিয়ে Preferred Network Type সিলেক্ট করুন। তারপর 4জি নেট ব্যবহার করলে 4G/ LTE preferred সিলেক্ট করুন এবং 5জি নেট ব্যবহার করলে 5G preferred সিলেক্ট করুন। নেটের গতি অনেক বেড়ে গেছে।
-
অনেক সময় APN সেটিংস ভুল থাকলে নেট স্লো হতে পারে। প্রথমে সেটিংসে
যান তারপরে মোবাইল নেটওয়ার্ক অপশনে যান। তারপর এক্সেস পয়েন্ট নেমস
বা এপিএন অপশনে গিয়ে সঠিক অপারেটর সিলেক্ট করুন।
-
আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপস গুলো অনেক সময় নেট স্লো করে
দেয়। সে ক্ষেত্রে প্রথমে আপনি সেটিংসে যান, তারপর অ্যাপস অপশনে
গিয়ে রানিং অ্যাপস থেকে অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ করুন।
-
মোবাইলে ডাটা সেভার অন থাকলে নেট অনেক স্লো হয়ে যায়। তাই ডাটা
সেভার অফ করতে প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে, তারপর কানেকশন অপশনে
যান, তারপর ডাটা ইউসেজ অপশনে গিয়ে ডাটা সেভার অফ করতে পারবেন।
-
অনেক সময় নেটওয়ার্ক মেমোরি ক্লিয়ার না হলে নেট স্লো
দেখায়। সেক্ষেত্রে আপনার হাতের মোবাইলটি রিস্টার্ট করুন। দেখবেন
নেট অনেক ফাস্ট হয়ে গেছে।
-
মোবাইলে পুরাতন সফটওয়্যার থাকলে নেটের স্পিড কমে যায়। তাই মাঝে মাঝে
সফটওয়্যার আপডেট করুন।
-
ভালো নেট স্পিডের ওয়াইফাই ব্যবহারের চেষ্টা করুন।
মোবাইলে ভালো নেটওয়ার্ক পাওয়ার উপায়
বর্তমানে অনেকেই মোবাইলে ভালো নেটওয়ার্ক পাওয়ার উপায় সম্পর্কে জানতে
চাই। কিছু ছোট ছোট বিষয় খেয়াল রাখলেই মোবাইলে নেটওয়ার্ক ভালো পাওয়া
যায়। আপনাদের জানাবো কিভাবে মোবাইলে ভালো নেটওয়ার্ক পাওয়া
সম্ভব। চলুন মোবাইলে ভালো নেটওয়ার্ক পাওয়ার উপায় সম্পর্কে আমরা
বিস্তারিত জেনে নিই।
- উঁচু স্থানে বা উপরের তলায় থাকার চেষ্টা করুন। কারন নিচের তলায় বা নিচু স্থানে নেট স্লো হয়। মোবাইল ব্যবহারের সময় বারান্দা, ছাদ তা জানালার কাছে গিয়ে ব্যবহার করুন।
-
মোবাইলের সেটিংস বা নেটওয়ার্ক মোড ঠিক করুন।
-
সিম সব সময় স্লট-1 এর রাখার চেষ্টা করুন কারণ স্লট-2 তে নেটওয়ার্ক
স্লো চলে।
-
আপনার এলাকায় যে সিমের নেটওয়ার্ক সব থেকে ভালো সেই সিম ব্যবহারের চেষ্টা
করুন।
-
মাঝে মাঝে মোবাইলের নেটওয়ার্ক রিফ্রেশ করুন। সে ক্ষেত্রে ফ্লাইট মোড
অন করে ২০সেকেন্ড রাখুন তারপর আবার অফ করে দিন।
-
ওয়াই ফাই ব্যবহারের ক্ষেত্রে রাউটারকে উঁচু স্থানে এবং ঘরের মাঝামাঝি
স্থানে রাখুন। রাউটারকে সব সময় লোহার জিনিস থেকে দূরে
রাখুন। স্পিড বেশি এমন ওয়াইফাই ব্যবহার করুন।
-
মাঝে মাঝে ফোনের সফটওয়্যার গুলো আপডেট করুন।
বাংলাদেশের সবচেয়ে ভালো মোবাইল কোনটি
বাংলাদেশের সবচেয়ে ভাল মোবাইল কোনটি এটা সম্পর্কে বলা খুবই
কঠিন। একেকজনের পছন্দ একেক রকম হয়ে থাকে। যেমন গেমিং, ক্যামেরা,
নেট, ব্যাটারি, স্টাইল আবার বাজেটের উপরেও পছন্দের মোবাইল
নির্ভর করে। আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের
সবচেয়ে ভালো মোবাইলের তালিকা করে দেওয়ার জন্য। নিচে ক্যাটাগরি থেকে
আপনার পছন্দ অনুযায়ী মোবাইল বাছাই করতে পারেন।
- Xiaomi Poco X6 5G- এই মোবাইলটিকে অলরাউন্ডার মোবাইলে বলা হয় কারণ গেমিং, স্ট্রিমিং বা নেটওয়ার্ক সব দিক থেকেই এই মোবাইলটি সেরা।
- Samsung Galaxy A54 5G - এই মোবাইলটি ফটোগ্রাফি এবং ভিডিও করার জন্য চমৎকার একটি মোবাইল ফোন।
- iQOO Z7 5G - যারা গেম খেলেন এবং ভালো নেট স্পিড চান তাদের জন্য এই মোবাইলটি হতে পারে প্রথম পছন্দ।
- Samsung Galaxy M14 5G - দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করার জন্য, ক্লাস করা বা ভিডিও কলে কথা বলার জন্য এই মোবাইলটি একদম পারফেক্ট।
- Samsung Galaxy S23 FE - যারা প্রিমিয়াম ব্যান্ড পছন্দ করেন তার পাশাপাশি পারফরম্যান্স ও ক্যামেরাও ভালো চান তাদের জন্য এই মোবাইলটি খুবই ভালো।
- iPhone SE 2022- iphone সিরিজের সকল ফোনই ভালো। তবে যারা আইফোন ভক্ত এবং তাদের বাজেট একটু কম তাদের জন্য এই মোবাইলটি সব থেকে সেরা।
কোন মোবাইল কোম্পানির ফোন ভালো
বাংলাদেশের অনেকগুলো মোবাইল কোম্পানি রয়েছে যেগুলোর পারফরম্যান্স অনেক
ভালো। তাই শুধুমাত্র একটি কোম্পানির কথা বললে ভুল হবে। আবার অনেক
ক্ষেত্রে পছন্দের ব্র্যান্ড বা বাজেটের উপরেও অনেক কিছু নির্ভর করে। তাই
বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কোন মোবাইল কোম্পানি ভালো সেটা সম্পর্কে আপনাদের
বিস্তারিত জানাবো।
- Xiaomi / Poco - বাজেট ফ্রেন্ডলি এবং ভালো পারফরমেন্সের জন্য এই কোম্পানির মোবাইল গুলো সেরা। এই কোম্পানির রেটিং ১০ এ ৯.৫।
- Samsung - বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে এবং ভালো ক্যামেরার জন্য এই কোম্পানির মোবাইল গুলো সেরা। এই কোম্পানির রেটিং ১০ এ ৯।
- iQOO / Realme - যারা গেম খেলতে পছন্দ করেন এবং মোবাইলের ভালো পারফারেন্স চান তাদের জন্য এই কোম্পানির মোবাইল গুলো সেরা।এই কোম্পানির রেটিং ১০ এ ৮.৫।
- Infinix / Tecno - তারা স্টাইলিশ ফোন পছন্দ করেন এবং যাদের বাজেট কম। তারা কম বাজেটে বেশি ফিচারের জন্য এই কোম্পানির মোবাইলটি পছন্দ করতে পারেন। এই কোম্পানির রেটিং ১০ এ ৭.৫।
- iPhone - যারা স্টাইলিশ মোবাইল ব্যবহার করতে চান এবং প্রিমিয়াম সিকিউরিটি ও পারফরমেন্স চান তাদের জন্য এই কোম্পানির মোবাইল গুলো সেরা। এই কোম্পানির রেটিং ১০ এ ৯।
কোন ব্র্যান্ডের মোবাইল নেট স্পিডে এগিয়ে
বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক পারফরম্যান্স বিভিন্ন রকম। তাই
প্রথমে নেটওয়ার্ক পারফরম্যান্সের জন্য এলাকা অনুযায়ী যে সিমের
নেটওয়ার্ক সেই সিমটি বাছাই করুন। এরপর ভালো ব্র্যান্ডের মোবাইল
ব্যবহার করুন। দেখবেন নেট স্পিড অনেক ভালো পাবেন। চলুন কোন ব্যান্ডের
মোবাইলে নেট স্পিড সব থেকে এগিয়ে তা সম্পর্কে জানি।
-
বাংলাদেশের মধ্যে মোবাইল নেট স্পিড এ সব থেকে এগিয়ে samsung ব্র্যান্ড।
- তারপর সব থেকে নেটওয়ার্ক পারফরম্যান্স ভালো Xiaomi / Poco ব্র্যান্ড।
- আপনি যদি বাজেট ফ্রেন্ডলি এবং তার পাশাপাশি ভালো স্পিড চান তাহলে iQOO / Realme পছন্দ করতে পারেন।
-
Iphone খুবই ভালো, তবে বাংলাদেশে এই মোবাইলের ব্যান্ড সাপোর্ট
সীমিত।
সমসাময়িক প্রশ্ন উত্তর
প্রশ্নঃ বাংলাদেশের এক নম্বর মোবাইল ব্র্যান্ড কোনটি?
উত্তরঃ বাংলাদেশের এক নম্বর মোবাইল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি
পেয়েছে শাওমি। বাংলাদেশের ১৬তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এর বিজয়ী
হিসেবে বাংলাদেশ ব্যাংক ফোরাম শাওমি কে সিলেক্ট করেন।
প্রশ্নঃ ৫০০০০ টাকার মধ্যে কোন মোবাইল ভালো?
উত্তরঃ Samsung Galaxy A55 5G, Galaxy S21 FE 5G, Pixel
7 Pro, Motorola Edge 50 Pro 5G, Honor 200 5G এই মোবাইল গুলো
ভালো।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট মোবাইল কোনটি?
উত্তরঃ বাংলাদেশের সব থেকে ছোট মোবাইল হল VMAX V17 Mini Mobile
Phone। এই মোবাইলের সাইজ মাত্র ২ ইঞ্চি।
প্রশ্নঃ বাংলাদেশে মোবাইল ফোন চালু হয় কত সালে?
উত্তরঃ বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল
মাসে।
প্রশ্নঃ কোন মোবাইল কোম্পানির ফোন ভালো?
উত্তরঃ বাজেট অনুযায়ী ভালো এবং আকর্ষণীয় ফিচারের জন্য শাওমি এমআই
এবং রেডমি মোবাইল বর্তমানে জনপ্রিয়তা শীর্ষে। তবে বিশ্বস্ততার দিক দিয়ে
ও ক্যামেরার জন্য স্যামসাং এগিয়ে।
লেখক এর মন্তবঃ নেটের জন্য কোন মোবাইল ভালো
নেটের জন্য কোন মোবাইল ভালো সে সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা
করেছি। আপনাদের নিজের বাজেট অনুযায়ী এবং বিভিন্ন ফিচার অনুযায়ী ভালো
মোবাইল এবং কোম্পানিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের
আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন।
আমরা আপনাকে সাজেস্ট করব মোবাইল কেনার পূর্বে অবশ্যই আর্টিকেলটি পুরোপুরি
পড়বেন। কারন এই আর্টিকেলের মধ্যে আমরা বাংলাদেশের সবথেকে ভালো
মোবাইল গুলো এবং মোবাইল কোম্পানিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা
করেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বঙ্গ টিপস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url